পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুচিপাড়ায় বেআইনিভাবে গ্যাস রিফিলিং চক্রের হদিস, গ্রেপ্তার 3

কলকাতার মুচিপাড়ায় রান্নার গ্যাসের কালোবাজারির পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ঘটনায় গ্রেপ্তার 3 জন। উদ্ধার বেশকিছু সিলিন্ডার ও রিফিলিংয়ের যন্ত্রপাতি।

kolkata illegal gas refilling
কলকাতায় বেআইনি গ্যাস রিফিলিং চক্রের হদিশ

By

Published : Jun 11, 2020, 5:22 PM IST

কলকাতা, 11 জুন : ভর্তুকিযুক্ত বা ভর্তুকিহীন। কলকাতায় রান্নার গ্যাসের কালোবাজারি অব্যাহত। কোথাও সক্রিয় রয়েছে রান্নার গ্যাসের মাধ্যমে অটো চালানোর চক্র। কোথাও আবার বড় সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডারে বেআইনিভাবে গ্যাস ভরে চলছে বিক্রি। চড়া দামেই চলে এই কালোবাজারি। গোপন সূত্রে খবর পেয়ে, তেমনি এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বেআইনি চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার তিন জন।

মধ্য কলকাতার মুচিপাড়া থানা এলাকার রামকানাই অধিকারী লেনে একটি ফাঁকা জায়গায় বেআইনিভাবে গ্যাস রিফিলিং হচ্ছে, এমন খবর আসে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে। এরপর আজ দুপুরে সেখানে হানা দেয় পুলিশ। তখন সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার ও ছোটো সিলিন্ডারে গ্যাস রিফিলিং চলছিল। সেখানেই মহম্মদ আলি মোল্লা, আসমত আলি এবং রফিকুল মোল্লা নামে তিন জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

তাদের জেরা করে পুলিশ জানতে পারে, আলি মোল্লা এবং আসমত দুজনেই IOCL এর গ্যাস ডেলিভারি ম্যান। রফিকুল তাদের সহকারি। মূলত 14 কেজির সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডারে ভরা হয় গ্যাস। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে বাড়িতে ব্যবহার হয় এমন 17 টি সিলিন্ডার। তার মধ্যে পাঁচটি ভরতি এবং 12 টি খালি । এছাড়াও রিফিলিংয়ের পাইপ-সহ যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details