কলকাতা, 12 ফেব্রুয়ারি : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 188 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 217 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 220 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 264 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 57 হাজার 758 জন ছাড়া পেয়েছেন ৷
রাজ্যে দৈনিক সংক্রমণ নামল দুশোর নিচে - kolkata corona update
রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 220 জন ৷ মোট মৃত্যু 10 হাজার 229 জন ৷
ছবি
গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 4 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 229 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 82 লাখ 31 হাজার 998 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 82 লাখ 56 হাজার 108 ৷
আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় শহরে 3 জনের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 56 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 40 জন, মৃত্যু হয়েছে 1 জনের ৷