পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কঠিন পরিস্থিতিতেও অসামান‍্য কাজ, মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন 10 IPS - west bengal police

মুখ্যমন্ত্রীর পুলিশ পদক দেওয়া শুরু হয় 2014 সাল থেকে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে IPS অফিসার দের পদক দেন মুখ্যমন্ত্রী। তার আগে থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চার রকমের পদক দেওয়া হয়ে আসছে । শৌর্য, নিষ্ঠা ,প্রশংসা এবং সেবা পদক।

kp
kp

By

Published : Aug 14, 2020, 6:58 AM IST

কলকাতা, 14 অগাস্ট: কোরোনা পরিস্থিতিতে নেহাতই নিয়ম রক্ষার স্বাধীনতা দিবস উদযাপন। কোন বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা নয়। পতাকা উত্তোলন, ছোট কুচকাওয়াজ, কোভিড যোদ্ধাদের সম্মান আর মুখ্যমন্ত্রীর পুলিশ পদক প্রদান অনুষ্ঠান। এবার রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপন হবে এভাবেই। কঠিন পরিস্থিতিতেও অসামান্য কাজের জন্য 10 IPS অফিসার পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর পদক ।

কারা পাচ্ছেন মুখ্যমন্ত্রী পদক

আউটস্ট্যান্ডিং(অসাধারণ) কাজের জন্য পদক পাচ্ছেন

1. গঙ্গাধর সিং

2. সুধীর মিশ্র

3. বিবেক সহায়

4. জগমোহন

প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন

1. হুমায়ুন কবির

2. মুরলীধর শর্মা

3. ভি সোলোমান নিশা কুমার

4. অজয় ঠাকুর

5. সঙ্মিত লেপচা

6. সুধীর কুমার নীলকান্ত

মুখ্যমন্ত্রীর পুলিশ পদক দেওয়া শুরু হয় 2014 সাল থেকে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে IPS অফিসার দের পদক দেন মুখ্যমন্ত্রী। তার আগে থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চার রকমের পদক দেওয়া হয়ে আসছে । শৌর্য, নিষ্ঠা ,প্রশংসা এবং সেবা পদক। শৌর্য পদকের অর্থমূল্য 50000 টাকা। 10 জন পুলিশ কর্মী সেই পদক পান। 13 জন নিষ্ঠা পদকপ্রাপ্ত পুলিশকর্মী পান 25000 টাকা অর্থমূল্য। 70 জন প্রশংসা পদকপ্রাপ্ত প্রাণ 15000 টাকা অর্থমূল্য। 100 জন সেবা পদক প্রাপ্ত পান 10 হাজার টাকা। কিন্তু মুখ্যমন্ত্রীর পদক প্রাপকরা কোনও আর্থিক পুরস্কার পান না।

ABOUT THE AUTHOR

...view details