সাঁকরাইল (হাওড়া), 16 জুলাই : সেনাকর্মীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ হাওড়া সাঁকরাইলের রাজগঞ্জ এলাকার বাসিন্দা সেনাবাহিনীর জওয়ান রাজেশ প্রসাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ রাজেশ তার গ্রামের প্রতিবেশী যুবকদের থেকে টাকা নিয়েছিল সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৷ এমনকি বিহার ও ওড়িশার অন্তত 30 জন যুবকের থেকে 3 লাখ টাকা করে নিয়েছিল সে ৷ আজ প্রতারণার অভিযোগে রাজেশ প্রসাদকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ ৷
রাতারাতি একতলা বাড়ি হয়ে গেল দোতলা ৷ চলে আসে বাইক এবং চারচাকা গাড়িও ৷ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ফাঁদ পেতে এভাবেই টাকার গদির উপরে বসেছিল সাঁকরাইল রাজগঞ্জের বাসিন্দা তথা সেনাকর্মী রাজেশ প্রসাদ ৷ অভিযোগ প্রতিবেশী যুবক এবং ভিনরাজ্যের আরও অনেকের থেকে 3 লাখ টাকা করে নিয়েছিল সে ৷ কিন্তু, টাকা নিয়ে কোনও চাকরি রাজেশ তাঁদের দেয়নি ৷ আর এই কাজে রাজেশের বাবা ও মা সমানভাবে জড়িত বলে অভিযোগ করেছেন প্রতারিতরা ৷
আরও পড়ুন : Covid Vaccination : দেবাঞ্জনের শিকার 735 জনকে আসল টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু
অভিযোগ রাজেশ মা ও বাবা প্রতিবেশীদের জানিয়েছিল, সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে ৷ তাদের ছেলে সেনায় থাকার সুবাদে অন্যদেরও চাকরি করিয়ে দেবে ৷ এই বলে অনেকের থেকে টাকা নেয় রাজেশের মা ও বাবা ৷ সেই সময রাজেশ পুনেতে পোস্টিং ছিল ৷ সে বাড়ি ফিরে এসে আরও অনেকের সঙ্গে যোগাযোগ করে ৷ তাঁদের সঙ্গে বন্ধুত্ব করে নেয় এবং চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেয় ৷ এমনকি ওই যুবকদের পুনেতে পরীক্ষা দেওয়ানোর জন্যও নিয়ে যায় ৷ সেখানে পরীক্ষা দেওয়ানো থেকে কয়েকদিনের ট্রেনিং এর ব্য়বস্থাও ছিল ৷ এর পর রাজেশ একদিন তাঁদের বাড়ি ফিরে যেতে বলে ৷ অভিযোগ সে জানিয়েছিল, তাঁদের চাকরি হয়ে যাবে ৷ সেনা কর্তাদের টাকা দেওয়া হয়ে গেছে ৷
আরও পড়ুন : ভুয়ো নিয়োগপত্র দিয়ে সেনায় চাকরি দেওয়ার অভিযোগ, ধৃত অবসরপ্রাপ্ত সেনা-সহ 2
কিন্তু, বাড়ি ফিরে এলেও চাকরি হয়নি ওই যুবকদের ৷ কয়েকমাস পর তাঁরা বুঝতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে ৷ তখনই রাজেশের থেকে টাকা ফেরত চায় সবাই ৷ রাজেশ সবাইকে চেক দিয়ে দেয় ৷ কিন্তু, সেই চেকগুলি একের পর এক বাউন্স হতে থাকে ৷ তখনই সবাই মিলে পুলিশের অভিযোগ দায়ের করে ৷ তখন থেকে টানা তিনমাস পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল রাজেশ প্রসাদ ৷ অবশেষ আজ রাজেশ প্রসাদকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ ৷ ধরা পড়ে যাওয়ার ভয়ে এর মধ্য়ে সেনাবাহিনীতে নিজের কাজেও যোগ দেয়নি সে ৷ ঘটনায় রাজেশ প্রসাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারণার শিকার হওয়া যুবকরা ৷ পাশাপাশি নিজেদের টাকাও ফেরতের দাবি জানিয়েছেন তাঁরা ৷