পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cash Recover in Howrah হাওড়া স্টেশনে মিলল সাড়ে 38 লক্ষ টাকা, ধৃত 2 - Lakhs of Rupees Recovered in Howrah

হাওড়া স্টেশন থেকে দুই ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা (Lakhs of Rupees Recovered in Howrah) । ধৃতদের কাছ থেকে নগদ সাড়ে 38 লক্ষ টাকা উদ্ধার করেন আধিকারিকরা (Cash Recover in Howrah) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 10:29 PM IST

হাওড়া, 18 অগস্ট: হাওড়া স্টেশনে মিলল সাড়ে 38 লক্ষ টাকা ৷ গ্রেফতার করা হয়েছে রুস্তম আনসারী ও শুভম বর্মা নামের দুই ব্যক্তিকে । আরপিএফ সূত্রের খবর, রুস্তম বিহারের বক্সার এলাকার মাঠিয়ামোদ এলাকার বাসিন্দা । অন্যদিকে ধৃত শুভম বর্মা উত্তরপ্রদেশের বালিয়া এলাকার রাজীব নগরের বাসিন্দা । দু'জনের কাছ থেকে নগদ 38 লক্ষ 50 হাজার টাকা উদ্ধার করা হয়েছে (Cash worth Rs 38 Lakh Recovered in Howrah Railway Station) ।

তারপরেই হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের 4 ও 5 নম্বর গেটের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় দুই মূর্তিমানকে । জানা গিয়েছে, হাওড়া স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান 'অপারেশন সত্রক' চলছিল ৷ তারমধ্যেই দুপুর 3টে নাগাদ দুই ব্যক্তি গেট নম্বর 4 ও 5-এর সংযোগস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন । সেখানে সন্দেহজনক অবস্থায় তাঁদের দেখেন নিরাপত্তারক্ষীরা । তল্লাশি অভিযানের সদস্যরা পিঠ ব্যাগে কী আছে জিজ্ঞাসা করায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাঁরা (Lakhs of Rupees Recovered in Howrah) ।

তারপরেই পরিচয়পত্র দেখার সময় ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক নগদ অর্থ । যদিও এই অর্থ ব্যক্তিগত বলে জানালেও প্রয়োজনীয় কাগজ ও সন্তোষজনক উত্তর দিতে পারেননি কেউই । এরপরই তাঁদের দুজনকে গ্রেফতার করেন হাওড়া স্টেশনে কর্মরত আরপিএফ আধিকারিকরা । টাকা গোনার জন্য আনা হয় মেশিন । আরপিএফ সূত্রে জানা যাচ্ছে বাজেয়াপ্ত হওয়া অর্থের মধ্যে 2 হাজার টাকার নোট 2700টি, পাঁচশো টাকার নোট 5900টি ।

এরপর গোটা বিষয়টি জানিয়ে খবর দেওয়া হয় আয়কর দফতরে । আয়কর দফতরের আধিকারিকরা এসে ওই অর্থ বাজেয়াপ্ত করেন । পাশাপাশি আয়কর আইনের 132 (এ) 1961 সালের আইন অনুযায়ী গ্রেফতার করে মামলা দায়ের করা হয় ।

গ্রেফতার করা হয়েছে রুস্তম আনসারী ও শুভম বর্মা নামের দুই ব্যক্তিকে

আরও পড়ুন : হাওড়া স্টেশন থেকে উদ্ধার 35 লক্ষ টাকা, আটক 1

প্রসঙ্গত, দিন পনেরো আগেই হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে থেকে উদ্ধার হয়েছে নগদ 35 লক্ষ টাকা (Money Recovery) । তারমধ্যেই ফের একই ঘটনায় চিন্তার ভাঁজ রেল আধিকারিকদের কপালে ৷ ভারতীয় রেলকে ব্যবহার করছে হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত অপরাধীরা । আর এই চক্রের যুক্তদের সঙ্গে অপরাধীদের খুঁজে বের করার জন্য সতর্কতা অবলম্বন করছে রেলের আরপিএফ ।

ABOUT THE AUTHOR

...view details