কলকাতা, 27 অগস্ট: অবশেষে মিলল জটিলতা মেটার আভাস ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই হয়ে যাবে হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) নির্বাচন ৷ তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে এই প্রসঙ্গে কোনও ঘোষণা করা হয়নি ৷
সূত্রের খবর, আইনি জটিলতার জেরেই হাওড়া পৌরনিগমের ভোট (HMC Election) করাতে পারছে না রাজ্য সরকার (West Bengal Government) ৷ কারণ, হাওড়া পৌরনিগমের পুনর্বিন্যাস সংক্রান্ত বিলটি বিধানসভায় পাশ হয়ে গেলেও এখনও তাতে রাজ্যপালের স্বাক্ষর পাওয়া যায়নি ৷ ফলে আইন প্রণয়ন সম্ভব নয় ৷ এই প্রেক্ষাপটে হাওড়া পৌরনিগম এলাকায় নির্বাচনও করানো যাবে না ৷ জটিলতা কাটাতে সংশ্লিষ্ট বিলে রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই ভোট করানোর কথা ভাবছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেটা কি আদৌ সম্ভব ? তথ্যাভিজ্ঞ মহল বলছে, এমনটা করা সম্ভব ৷ কীভাবে ?
আরও পড়ুন:সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন, হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে মন্তব্য রাজ্যপালের
প্রসঙ্গত, আগে হাওড়া পৌরনিগমের মধ্যেই ছিল বালি এলাকা ৷ সব মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা ছিল 66 ৷ কিন্তু, পরবর্তীতে আলাদা করে বালি পৌরসভা গঠন করা হয় ৷ তার ফলে হাওড়া পৌরনিগম এলাকায় 50টি ওয়ার্ড পড়ে থাকে ৷ আর বালি পৌর এলাকা গঠিত হয় সংশ্লিষ্ট 16টি ওয়ার্ড নিয়ে ৷ সূত্রের দাবি, হাওড়ার এই বর্তমান 50টি ওয়ার্ড ভেঙে যদি সংখ্যাটা 66 করে দেওয়া যায়, তাহলে রাজ্যপাল হাওড়া পৌরনিগমের পুনর্বিন্যাস সংক্রান্ত বিলে স্বাক্ষর না করলেও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে নির্বাচন করানো সম্ভব ৷ সেক্ষেত্রে চলতি বছরের শেষেই ভোট প্রক্রিয়া সেরে ফেলতে চায় রাজ্য সরকার ৷
সংশ্লিষ্ট একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই বেশ খানিকটা অগ্রসর হয়েছে রাজ্য সরকার ৷ রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন দফতর ইতিমধ্যেই হাওড়ার জেলাশাসককে পৌরনিগমের ওয়ার্ডগুলি পুনর্বিন্যাসের দায়িত্ব দিয়েছে ৷ এই কাজ শেষ হলেই পৌর ও নগরোন্নয়ন দফতর হাওড়া পৌরনিগমের আসন সংরক্ষণের জন্য রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে রিপোর্ট পেশ করবে ৷ তার ভিত্তিতে সংরক্ষিত ওয়ার্ডের তালিকা প্রস্তুত করবে কমিশন ৷ সেই প্রক্রিয়া শেষ হলে কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ৷ এরপর 49 দিন অপেক্ষা করলেই ভোট করানো যাবে ৷ আর সেই হিসাব অনুসারে, আগামী ডিসেম্বর মাসের (December, 2022) মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলা যাবে ৷