হাবড়া, 24 জানুয়ারি: 'শাসনের ত্রাস' বলা হত মজিদ মাস্টারকে । রয়েছে খুনের সঙ্গে যুক্ত অভিযোগও ৷ দীর্ঘ 8 বছর বাড়ির বাইরে ছিল সে । সম্প্রতি সে নিজের বাড়ি ফিরেছে । তার বাড়ি ফেরা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গতকাল রাতে হাবড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত চারুকলা প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "CPI(M) করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু । মজিদ মাস্টারেরও তাই হবে ।"
"CPI(M) করা মানে শেষজীবনে বিষ খেয়ে মৃত্যু,'' মজিদ মাস্টার ফেরায় মন্তব্য জ্যোতিপ্রিয়র - HABRA
বৃহস্পতিবার রাতে হাবড়ায় চারুকলা প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । মজিদ মাস্টারের দীর্ঘসময় পর বাড়ি ফেরায় তা নিয়ে কটাক্ষ করেন তিনি ৷
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মজিদ মাস্টারের আমলে লুঠ, রাহাজানি থেকে শুরু করে খুন সবই হয়েছিল । তার দল তাকে ছেড়ে দিয়েছে । কাজ ফুরিয়েছে বলে । তবে আমাদের কোনও নেতা ও কর্মী তাকে বাড়ি ছাড়া করবে না ।" তাঁর কথায়, "আদালতে গিয়ে মজিদ মাস্টারকে জানাতে হবে যে সে কোনও মামলার সঙ্গে জড়িত নয় । তবেই সে সকলের কাছে মাস্টার হবে । তা নইলে সারাজীবন 'খুনি' শব্দ বহন করতে হবে । চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্ত লেগে রয়েছে ।"
বৃহস্পতিবার রাতে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । অনুষ্ঠানে শববাহী যান উদ্বোধন করেন তিনি । দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । এছাড়া হাবড়া থানা এলাকার 10 জনকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মানপ্রদান করা হয়।