দুর্গাপুর, 7 মে :পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া- তিন জেলার ডেঙ্গি অভিযানের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিল পুর ও নগরোন্নয়ন দফতর ৷ কিভাবে কীটনাশক স্প্রে করলে দ্রুত মশার লার্ভা নষ্ট হবে ? কোন কোন কীটনাশক মেশাতে হবে ? সেই সব বিষয় নিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ (Training Camp With Municipal Workers Involved in Dengue Prevention Campaign in Durgapur) ৷ শুক্রবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের পুর ও নগরোন্নয় দফতর এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷
জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে রাজ্যে বর্ষার মরশুম শুরু হয়ে যাবে ৷ তার আগে ডেঙ্গি রোধে নিযুক্ত পৌরসভার কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ সেই প্রশিক্ষণ শিবিরে এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলার সব পৌরনিগম ও পৌরসভার ডেঙ্গি অভিযানে যুক্ত কর্মীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ কিভাবে, কতটা পরিমাণে কীটনাশক মেশাতে হবে ? এমনকি তা কিভাবে স্প্রে করলে দ্রুত মশার লার্ভা নষ্ট হবে ? সেই সব শেখানো হয় পৌরকর্মীদের ৷