দুর্গাপুর, 28 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন । আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রেও আগামীকাল নির্বাচন । এই কেন্দ্রের ভোটকর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের জন্য বরাদ্দ টাকা পাচ্ছেন না । কারণ সরকারের পক্ষ থেকে ভোটের কাজের জন্য বরাদ্দ 1420 টাকা SBI -এর মারফত দেওয়া হচ্ছে । ফলে যাঁদের SBI-এ অ্যাকাউন্ট নেই সেইসমস্ত ভোটকর্মীরা টাকা পাচ্ছেন না ।
SBI অ্যাকাউন্ট না থাকায় ঢোকেনি টাকা, ক্ষুব্ধ ভোটকর্মীরা - forth phase election
ভোটকর্মীদের একাংশ যাঁদের SBI-তে অ্যাকাউন্ট নেই তাঁরা ভোটের কাজের জন্য বরাদ্দ টাকা পাচ্ছেন না । তাঁদের অভিযোগ, SBI ছাড়া অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ।
দুর্গাপুর মহকুমার যে বিধানসভা অঞ্চলগুলি আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তার DCRC কেন্দ্র করা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে । আজ সকাল থেকেই ভোটকর্মীদের লম্বা লাইন DCRC কেন্দ্রে । ভোটকর্মীদের মধ্যে যাঁরা SBI-এর গ্রাহক তাঁরাই শুধু বরাদ্দ 1420 টাকা পেয়েছেন । অভিযোগ, যাঁদের SBI ছাড়া অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁদের টাকা ঢোকেনি । স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ । তাঁরা বলেন, "আমরা যদি টাকা না পাই আগামীকাল ভোটকেন্দ্রে যাব না । " দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর, কাঁকসা, অন্ডাল এবং দুর্গাপুর- ফরিদপুর ব্লকের ভোটকেন্দ্রগুলিতে EVM, VVPAT ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে । তালিকা অনুযায়ী বুথে বুথে পাঠানো হচ্ছে ভোটকর্মীদেরও । দুর্গাপুর মহকুমায় মোট বুথের সংখ্যা 1093 টি । মোট ভোটার সংখ্যা 11 লাখেরও কিছু বেশি । যদিও DCRC কেন্দ্রের এক আধিকারিক পরাশর চ্যাটার্জি জানান, "সকাল থেকে ভোট কর্মীরা উৎসাহের সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন । কোনও ক্ষোভ নেই কর্মীদের মধ্যে।" বিক্ষুব্ধ ভোটকর্মীদের একজন বলেন, " আগে টাকা দিন পরে ভোট করাতে যাব ।" এখন দেখার এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ করে কমিশন?