দুর্গাপুর, 17 মে:ওড়িশার নম্বর প্লেট লাগানো একটি ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পাচার হচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর বিশেষ টিম দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন শ্যামপুরের কাছে ট্রাকটিকে আটকায় ৷ প্রথমটা কিছু বুঝে ওঠার উপায় ছিল না এসটিএফ কর্তাদের (STF police seizes huge cannabis)৷ পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনে ডালা চাপা দেওয়া অবস্থায় দেখা যায় লোহার বিশেষ কিছু ব্লক ৷ যেগুলো সুন্দর ভাবে প্লট করে ভাগ করা ছিল ৷ আর প্রতিটি ব্লকে একটি একটি করে সাদা বস্তা রাখা ছিল ৷ বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ এসটিএফ কর্তাদের (Cannabis seized in Durgapur)।
ট্রাকের পেছনে এই লোহার ব্লকগুলিতে কাঠের পাটা চাপা দেওয়া ছিল (Durgapur news)৷ উপরটা ঢেকে দেওয়া ছিল ৷ কারও বোঝার উপায়টুকু ছিল না নিচে প্লট করে করে লোহার ব্লকে পাচার হচ্ছে 22 বস্তা গাঁজা । প্রায় সাড়ে তিনশো কেজি গাঁজা এ দিন এসটিএফ কর্তারা বাজেয়াপ্ত করেন ৷ গ্রেফতার করা হয়েছে 6 জনকে ।