দুর্গাপুর, 23 জানুয়ারি: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীকে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল ৷ আর এরপরেই শুরু হয়েছে বিতর্ক ৷ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির এই কাজে উঠছে একাধিক প্রশ্ন ৷ আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানালেন BDO ৷
পুরস্কার হিসেবে সবুজ সাথীর সাইকেল, শুরু বিতর্ক - সবুজ সাথী প্রকল্প
নেতাজির জন্মদিন উপলক্ষ্যে ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর-ফরিদপুর ব্লক কর্তৃপক্ষ ৷ সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান যিনি দখল করেন তাঁকে দেওয়া হয় সবুজসাথির সাইকেল ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
নেতাজীর 124তম জন্মজয়ন্তীতে দুর্গাপুর-ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতি আজ 124জন প্রতিযোগীকে নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করে । সরপি মোড় থেকে লাউদোহা BDO অফিস পর্যন্ত এই প্রতিযোগিতা হয় । প্রতিযোগীতায় প্রথম হয় বিদ্যুৎ বাগদী । তাকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল । আর এখানেই বিতর্কের শুরু । প্রশ্ন উঠেছে স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ সাইকেল কীভাবে পুরস্কার হিসেবে দেওয়া হল? কারণ এই সাইকেল হিসেব করে আসে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ৷ তাহলে কোন কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত হয়েছে এই প্রকল্প থেকে ?
দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম অবশ্য স্বীকার করেছেন, ঠিক হয়নি এই কাজ । অন্যদিকে ব্লকের BDO মৃণালকান্তি বাগচী বলেন, "এই ঘটনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । BJP নেতা জীতেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ঘটনায় প্রমাণিত সাইকেল নিয়ে কত দুর্নীতি হচ্ছে । জনগণের টাকায় কেনা সাইকেল নিয়ে যে কী চলছে তা এই ঘটনাতেই প্রমাণিত ।