দুর্গাপুর, 20 ফেব্রুয়ারি : রাস্তার পাশে যত্রতত্র পড়ে রয়েছে ওষুধের বাক্স ৷ পড়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গজ, ব্যান্ডেজ সহ অন্য সামগ্রী ৷ যার জেরে ছড়াচ্ছে দূষণ ৷ শুধু তাই না ৷ ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটে জখম হচ্ছেন পৌরসভার সাফাইকর্মীরাও ৷ সাফাইকর্মী ও স্থানীদের বক্তব্য, যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক ৷
দুর্গাপুর সিটি সেন্টার ৷ অভিজাত এলাকা ৷ এলাকায় রয়েছে একাধিক নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র ৷ অনেক চিকিৎসকের বাড়িও রয়েছে এই এলাকায় ৷ অভিযোগ, সেখান থেকেই এলাকার যত্রতত্র ফেলা হচ্ছে ব্যবহৃত মেডিকেল সামগ্রী । দৃষিত হচ্ছে এলাকা ৷ আর সেই সব সামগ্রী খালি হাতে পরিষ্কার করতে গিয়ে জখম হচ্ছে 100 দিনের কাজে পৌরসভা থেকে নিযুক্ত সাফাইকর্মীরা ৷
জঞ্জাল সাফ করছেন সাফাইকর্মীরা বাণী রুইদাস নামে এক সাফাইকর্মীবলেন, "ভয় লাগে ৷ কিন্তু কী করব ? ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটে অনেক সময় হাত, পা জখম হয় ৷ আমাদের জন্য সরকার কী করছে ? কী দেখছে ? আমাদের তো মেডিক্লেইমও নেই ৷ "
রাস্তার পাশে পড়ে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ, গজ, তুলো, ছড়াচ্ছে দূষণ এবং বিভিন্ন রোগ সাফাইকর্মীদের সুপারভাইজ়ার জানান, "আমি ভিডিয়ো নিয়ে অফিসে পাঠিয়েছি ৷ আমি চাই প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হোক ৷ গরিব মানুষরা কাজ করছে ৷ এরজন্য তাদের কোনও রোগ হতে পরে ৷ "
দুর্গাপুর পৌরসভার মেয়র পারিষদ(স্বাস্থ্য) রাখি তিওয়ারি বলেন, "আপনারা বিষয়টি আমার নজরে আনলেন । এই খবর আমাদের কাছে ছিল না ৷ নার্সিংহোম কর্তৃপক্ষ এবং যে ডাক্তারের ক্লিনিকগুলো আছে তাদের ডেকে পাঠাচ্ছি । তাদের সঙ্গে আমরা কথা বলব ৷ এভাবে তো এলাকায় 100 দিনের কাজ করে যে সব সাফাইকর্মীরা রয়েছে তাদের রোগ হবে ৷ তাই ডেকে কথা বলব ৷ কিন্তু কথামতো কাজ না হলে আইনি ব্যবস্থা নেব ৷ "