দুর্গাপুর, 15 এপ্রিল: অন্ডাল থানা এলাকার হরিশপুর গ্রামে ফের ধস। সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ।এরপরই ECL-এর কাছে পুনর্বাসনের দাবি জানান সেই এলাকার বাসিন্দারা ।
অন্ডালের হরিশপুরে ফের ধস, ECL-এর কাছে পুনর্বাসনের দাবি বাসিন্দাদের - Harishpur village
ফের ধস অন্ডাল থানা এলাকার হরিশপুর গ্রাম । সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ।
এই প্রথম নয় । এর আগেও একাধিকবার ধস নেমেছে এই এলাকায় । কয়েক মাস আগে এই এলাকারই খনিতে বিস্ফোরণের জেরে পাথরের আঘাতে জখম হয় দুই কিশোর । গ্রামবাসীদের অভিযোগ, ECL কর্তৃপক্ষ বারবার শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কোনও সমাধান নেই।
খনি অঞ্চল হরিশপুর গ্রামের বাসিন্দারা এই ধসের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন। আজ গ্রাম থেকে মাত্র 200 মিটার দূরে প্রায় দেড় বিঘা এলাকা জুড়ে এই ধস দেখা যায়। বাবলু ঘোষ , সুমন্ত পাল সহ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রাম লাগোয়া যে খোলামুখ খনি রয়েছে তার জেরে এই গ্রামে প্রায়ই ধস নামে । আজ শুধু ধস নয়, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক । সঙ্গে ঝাঁঝালো গন্ধে গ্রামের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে শুরু করে।
যদিও এই ব্যাপারে ECL কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বারবার এই ধসের কারণে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ।তাঁরা চাইছেন পুনর্বাসন । না হলে আগামী দিনে খোলামুখ খনির কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।