দুর্গাপুর,2 মে : বীরভূমের মল্লারপুরের কোরোনা আক্রান্ত তিন জন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভরতি । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকার মলানদিঘিতে বেসরকারি হাসপাতাল covid-19 চিকিৎসার জন্য ঘোষণা করা হয়েছে । ইতিমধ্যেই পূর্ব বর্ধমান ও আসানসোল থেকে বেশ কয়েকজন covid-19 আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । এবার এই হাসপাতালে ভরতি করা হলো বীরভূম জেলার মল্লারপুরের একই পরিবারের তিনজনকে । তিনজনই কোরোনায় আক্রান্ত ৷
জানা গিয়েছে, বীরভূমের এই তিন বাসিন্দাই কয়েকদিন আগে মুম্বই থেকে ফিরেছিলেন । তাঁদের রক্ত ও সোয়াব পরীক্ষা করার পর তাঁদের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এই ঘটনার পরই গ্রিন জ়োনে হিসেবে চিহ্নিত বীরভূমের ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।