দুর্গাপুর, 4 জুলাই :জলের তোড়ে ভেসে গিয়েছে নদীর অস্থায়ী সেতু ৷ ঘুরপথে যেতে গেলে প্রায় 20-25 কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হয় ৷ অগত্যা জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন চলছে পারাপার ৷
দুর্গাপুরের (Durgapur) এই ছবি তুলে ধরেছে সেখানকার মানুষদের দুর্ভোগ ও যন্ত্রণার কাহিনি ৷ ফরিদপুর ব্লকের জেমুয়া পঞ্চায়েত এবং কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে কুনুর নদী। তার উপর দিয়ে অস্থায়ী সেতু পেরিয়েই রোজ বহু মানুষের যাতায়াত ৷ কিন্তু নদীর জল সেই সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপর ভাঙাচোরা পাইপের উপর দিয়েই রোজ যাতায়াত করছেন স্থানীয় মানুষ ৷ ব্যবসার মালপত্র, সাইকেল, বাইক নিয়েই চলছে ঝুঁকির পারাপার ৷
আকন্দারা, কাঁটাবেড়িয়া, ঘটকডাঙা, সরস্বতীগঞ্জ-সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষজন ব্যবসার মালপত্র নিয়ে এই অস্থায়ী ব্রিজ পেরিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে যান ব্যবসার কাজে । বর্তমানে তাঁদের চরম সমস্যার মধ্যে নদী পারাপার করতে হচ্ছে । নদী পেরোতে গিয়ে অনেকেই জলে পড়ে যাচ্ছেন ৷ বাইক, সাইকেল, জিনিসপত্র ঠেলে তুলতে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের ৷
আরও পড়ুন: কুয়োয় পড়লেন বৃদ্ধা, বাঁচাতে ঝাঁপ ব্যক্তির