দুর্গাপুর, ৩ মে: দুর্গাপুরে একের পর এক বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ধোবিঘাট এবং ট্রাঙ্ক রোড এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের আঙুল শাসক দলের দিকে । এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও ।
দুর্গাপুর পশ্চিমের বিজয়ী বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই অভিযোগ করেন, বাংলার মানুষ রায় দিয়েছে ৷ সেটা তাঁরা মাথা পেতে নিয়েছেন । কিন্তু পশ্চিম বর্ধমান জেলাজুড়ে তৃণমূলের বাইক বাহিনী ও গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে । রবিবার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তাঁদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ।