পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ATM-এ পড়ে থাকা টাকা থানায় জমা ব্যবসায়ীর - ব্য়বসায়ী টাকা ফেরত দিলেন থানায়

ATM প্রতারণায় বহু মানুষের কষ্টার্জিত উপার্জন হ্যাকারদের হাতে চলে যাওয়া এখন প্রায়শই খবরে উঠে আসে । সেখানে দুর্গাপুরের ব্যবসায়ী নীলকান্ত ধাড়া ATM কাউন্টার থেকে পাওয়া সাড়ে নয় হাজার টাকা থানায় জমা দিলেন । তিনি চান, অন্যের কষ্টার্জিত উপার্জন যাতে নষ্ট হয়ে না যায় ।

a businessman proved his honesty
ব্য়বসায়ী ATM থেকে পাওয়া টাকা ফেরত দিলেন

By

Published : Jan 21, 2020, 5:37 PM IST

দুর্গাপুর, 21 জানুয়ারি : গেছিলেন টাকা তুলতে ৷ ATM কাউন্টারে ঢুকে দেখলেন, পড়ে রয়েছে কয়েকটি দু'হাজার , পাঁচশো টাকার নোট ৷ কী করবেন প্রথমে বুঝতে পারেননি ৷ এরপর ওই টাকা নিয়ে বাড়ি আসেন দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দা নীলকান্ত ধাড়া ৷ সিদ্ধান্ত নেন, ওই টাকা তুলে দেবেন পুলিশের হাতে ৷ সেইমতো সাড়ে নয় হাজার টাকা জমা দেন দুর্গাপুর থানায়।

দুর্গাপুরের ওই ব্যবসায়ী সোমবার রাত প্রায় দশটা নাগাদ বেনাচিতি স্টিল মার্কেট পেট্রল পাম্পে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারের যান টাকা তুলতে । সেই সময়ে তিনি দেখতে পান ATM কাউন্টারের ট্রে- তে কিছু টাকা বেরিয়ে আছে। সেই টাকা হাতে নিয়ে গুনে দেখেন চারটি 2000 টাকার নোট এবং তিনটে 500 টাকার নোট আছে । সব মিলিয়ে সাড়ে নয় হাজার টাকা । নীলকান্তবাবু টাকা নিয়ে বাড়ি ফিরেই দুর্গাপুর থানার এক পুলিশকর্মীর সঙ্গে টাকা ফেরতের বিষয়ে ফোনে কথা বলেন । সেই পুলিশকর্মী তাঁকে জানান, সকালে এসে সেই টাকা থানায় লিখিত ভাবে ফেরত দিতে ।

সততার পরিচয় দিলেন দুর্গাপুরের ব্যবসায়ী

সেইমতো আজ সকালে থানায় আসেন নীলকান্তবাবু ও তাঁর স্ত্রী সুতপা ধাড়া ৷ টাকা ফেরত দেন । ওই টাকার মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

নীলকান্তবাবু বলেন, তিনি সামান্য একটি সোনার দোকানের মালিক। কিন্তু তিনি চান অন্যের কষ্টার্জিত উপার্জন যাতে এভাবে যেন নষ্ট হয়ে না যায় । যার টাকা তিনি যেন ফেরত পান। স্বামীর কাজে তাঁর প্রতি আরও শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল বলে জানালেন সুতপা ধাড়া ৷

ABOUT THE AUTHOR

...view details