দুর্গাপুর, 21 জানুয়ারি : গেছিলেন টাকা তুলতে ৷ ATM কাউন্টারে ঢুকে দেখলেন, পড়ে রয়েছে কয়েকটি দু'হাজার , পাঁচশো টাকার নোট ৷ কী করবেন প্রথমে বুঝতে পারেননি ৷ এরপর ওই টাকা নিয়ে বাড়ি আসেন দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দা নীলকান্ত ধাড়া ৷ সিদ্ধান্ত নেন, ওই টাকা তুলে দেবেন পুলিশের হাতে ৷ সেইমতো সাড়ে নয় হাজার টাকা জমা দেন দুর্গাপুর থানায়।
দুর্গাপুরের ওই ব্যবসায়ী সোমবার রাত প্রায় দশটা নাগাদ বেনাচিতি স্টিল মার্কেট পেট্রল পাম্পে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারের যান টাকা তুলতে । সেই সময়ে তিনি দেখতে পান ATM কাউন্টারের ট্রে- তে কিছু টাকা বেরিয়ে আছে। সেই টাকা হাতে নিয়ে গুনে দেখেন চারটি 2000 টাকার নোট এবং তিনটে 500 টাকার নোট আছে । সব মিলিয়ে সাড়ে নয় হাজার টাকা । নীলকান্তবাবু টাকা নিয়ে বাড়ি ফিরেই দুর্গাপুর থানার এক পুলিশকর্মীর সঙ্গে টাকা ফেরতের বিষয়ে ফোনে কথা বলেন । সেই পুলিশকর্মী তাঁকে জানান, সকালে এসে সেই টাকা থানায় লিখিত ভাবে ফেরত দিতে ।