দুর্গাপুর, 13 এপ্রিল: গরমের কারণে দোকানের বাইরে ঘুমাচ্ছিলেন চণ্ডীদাস বাজারের এক সেলুন মালিক । গভীর রাতে আচমকা মাথায় জোরালো আঘাত পেয়ে উঠে পড়েন । দেখেন রক্ত গড়াচ্ছে মাথা দিয়ে । আশপাশে শুয়ে থাকা দু-চারজনকে ডেকে নিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে যান ৷ ঘটনার পর প্রশ্ন উঠেছে এটা কোনও মদ্যপের কাজ ? অথবা কোনও পরিচিতর ষড়ষন্ত্র ? নাকি কোনও স্টোন ম্যান ? তদন্তে পুলিশ ।
ইস্পাত নগরীর বি-জোনে রয়েছে চণ্ডীদাস বাজার ৷ সেই বাজারেই একটি সেলুন আছে কর্পুরী ঠাকুর নামে এক ব্যক্তির । গরম পড়েছে বলে গতরাতে দোকানের বাইরে শুয়েছিলেন তিনি । প্রায় দেড়টা নাগাদ ঘুমন্ত কর্পূরীর মাথায় ভারি পাথর দিয়ে আঘাত করা হয় । ব্যথা পেয়ে উঠে বসেন তিনি ৷ দেখেন মাথা থেকে গড়াচ্ছে রক্ত ৷ ভালো করে আশপাশটা দেখেন যে কেউ আছে নাকি ৷ তবে কাউকে দেখতে পাননি । আশপাশের লোককে ডাকেন ৷ তাঁরা রক্তাক্ত কর্পুরী ঠাকুরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় 10টি সেলাই পড়ে । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়৷