পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বন্ধ প্রায় 500 বছরের মেলা, নিয়ম মেনে পুজো বুড়োরাজের মন্দিরে - মন্ত্রী স্বপন দেবনাথ

লকডাউনের জেরে বুড়োরাজ মন্দিরে 500 বছরের পুরোনো মেলা বন্ধ । সামাজিক দূরত্ব মেনে বৃহস্পতিবার শুধু পুজো দিয়ে যান স্থানীয় বাসিন্দারা ।

jamalpur pujo
পুজো

By

Published : May 8, 2020, 1:05 AM IST

পূর্বস্থলী, 7 মে : লকডাউনের জেরে বুড়োরাজ মন্দিরে মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি । 500 বছরের পুরোনো এই মেলা বন্ধ থাকলেও সামাজিক দূরত্ব মেনে বৃহস্পতিবার শুধু পুজো দিয়ে যান স্থানীয় বাসিন্দারা ।

বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির চত্বর ছিল ফাঁকা। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্বস্থলী জামালপুরের বাবা বুড়োরাজের পুজো উপলক্ষ্যে বিশাল মেলা বসে। প্রশাসনের নির্দেশে এবার সেই মেলা বন্ধ করা হয়েছে। শুধু নিয়ম মেনে সেখানে পুজো করা হয়েছে । যাঁরা পুজো দিতে এসেছিলেন তাঁরা সকলে সামাজিক দূরত্ব মেনে পুজো দিয়েছেন ।

কয়েকজন বাসিন্দা সকাল সকাল এসে বুড়োরাজের পুজো দিয়ে চলে যান । অন্যবছর এই সময় মন্দির চত্বরে ভিড় করেন ভক্তরা । বসেও মেলাও ।

ABOUT THE AUTHOR

...view details