পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানের ব্যাঙ্কে আগুন, পুড়ল এসি-আসবাব-কম্পিউটার - ইণ্ডিয়ান ব্যাঙ্ক

গভীর রাতে বর্ধমান শহরের বড়বাজারের ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রধান শাখায় আগুন লাগে।ব্যাঙ্ক সূত্রে জানা গেছে ব্যাঙ্কের ভল্ট ও রেকর্ড অক্ষত থাকলেও AC, কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।

bank
ব্যাঙ্ক

By

Published : Apr 5, 2020, 6:12 PM IST



বর্ধমান, 5 এপ্রিল : রবিবার ভোরে রাতে আগুন লাগলো বর্ধমানের ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায়। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে ব্যাঙ্কের ভল্ট ও রেকর্ড অক্ষত থাকলেও AC, কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ব্যাঙ্ক ম্যানেজার জানান গভীর রাতে বর্ধমান শহরের বড়বাজারের ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রধান শাখায় আগুন লাগে।প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দমকলের আরও একটি ইঞ্জিন যায় দুর্ঘটনাস্থানে ৷

তিনি বলেন প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রেকর্ড বা অন্যান্য কাগজপত্রের তেমন ক্ষয়ক্ষতি হয় নি।ব্যাঙ্কের ভল্টও অক্ষত আছে।তবে কী কারণে আগুন লাগলো তা পরিষ্কার নয়।

ABOUT THE AUTHOR

...view details