পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাস্কের কালোবাজারি রুখতে অভিযান জেলা প্রশাসনের - Black Marketing of mask and Sanitizer

কোরোনা আতঙ্কে মাস্ক ও স্যানিটাইজ়ারের চাহিদা বেড়েছে ৷ কিন্তু পাশাপাশি উঠেছে কালোবাজারির অভিযোগ ৷ অভিযোগ খতিয়ে দেখতেই আজ বর্ধমান শহরের কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।

black marketing of Mask
মাস্কের কালোবাজারি রুখতে অভিযান জেলা প্রশাসনের

By

Published : Mar 17, 2020, 6:53 PM IST

Updated : Mar 17, 2020, 8:25 PM IST

বর্ধমান, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে মাস্ক নিয়ে শুরু হয়েছে কালোবাজারি । বিষয়টি খতিয়ে দেখতে এদিন বর্ধমান শহরের কয়েকটি দোকানে অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।

বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের অভিযোগ ছিল মেডিকেল স্টোরে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ়ার পাওয়া যাচ্ছে না । এছাড়া যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দোকানদাররা বেশি দামে বিক্রি করছেন ৷

মাস্কের কালোবাজারি রুখতে অভিযান জেলা প্রশাসনের
মঙ্গলবার বর্ধমান শহরের বিসি রোডের কল্যাণী মার্কেটের বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । কোন কোন ওষুধ স্টক করে রাখা আছে সেগুলো দোকানের রেজিস্ট্রার খতিয়ে দেখেন তারা । জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত তাদের কাছে বেশ কিছু অভিযোগ গেলেও কোনও অসাধু ব্যবসায়ীর সন্ধান তারা পায়নি ।এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট পূজা দেবনাথ বলেন," এদিন বাজারের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে অভিযান চালানো হয় । কিন্তু অভিযোগ মতো কোনও গড়মিল খুঁজে পাওয়া যায়নি । অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ।"
Last Updated : Mar 17, 2020, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details