পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাথরসের ঘটনার প্রতিবাদে বর্ধমানে অরাজনৈতিক ব্যানারে মিছিল, হাঁটলেন তৃণমূল নেতা-কর্মীরা - খোকন দাস

হাথরসের ঘটনার প্রতিবাদে মোমবাতি নিয়ে মিছিল হল বর্ধমান শহরে। অরাজনৈতিক ব্যানারে মিছিল হলেও ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

procession in burdwan
উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে মিছিল

By

Published : Oct 7, 2020, 10:55 PM IST

বর্ধমান,7 অক্টোবর :উত্তরপ্রদেশের হাথরসে যুবতিকে গণধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে মোমবাতি নিয়ে মিছিল হল বর্ধমান শহরে। বুধবার সন্ধে নাগাদ কার্জন গেট থেকে শুরু হয়ে উত্তর ফটকে মিছিলটি শেষ হয় । মূলত অরাজনৈতিক ব্যানারে মিছিল হলেও ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ।



হাথরসের গটনার প্রতিবাদে CPI(M) ,কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল বর্ধমানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করে। এদিন অবশ্য অরাজনৈতিক দলের ব্যানারে হয় প্রতিবাদ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা খোকন দাস। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীর নেতা কর্মীরা এদিনের মিছিলে সামিল হয়। বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় CPI(M) নেতা নিরুপম সেনকে হারিয়ে বিধায়ক হন। পরে তিনি মন্ত্রিত্ব পান । 2016 সালেও দলীয় কোন্দল মেটাতে ফের রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল। তবে সেবার প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল তৃণমূল নেতা খোকন দাসের। 2021সালের নির্বাচনে ফের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের টিকিট নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে সূত্রের খবর ।দলীয় সূত্রে খবর, চলতি বছরের শুরুতেই পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কঞ্চননগরের বৃদ্ধাশ্রমের উদ্বোধন করতে নিয়ে এসেছিলেন খোকন দাস। তারপর থেকে খোকন দাসের অনুগামীরা কিছুটা হলেও উৎসাহ পেয়েছেন ।

দিন কয়েক আগে শারদ উৎসবের সূচনা পর্বে ক্লাব ও সংস্থার সমন্বয় কমিটির সাধারণ সভায় ক্লাবের কর্মকর্তাদের নিয়েও বৈঠক করেন খোকন দাস। তাই দলেরই একাংশের অভিযোগ, প্রতিবাদ জানানোর পাশাপাশি কার্যত অরাজনৈতিক ব্যানারে মিছিল করে নিজের প্রতি সমর্থন বোঝার চেষ্টাই করছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details