পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সমন্বয়ের অভাব মেটাতে রেলের সঙ্গে বৈঠক পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের - শ্রমিক স্পেশাল

শ্রমিকদের নিয়ে ভিনরাজ্য থেকে একাধিক ট্রেন রাজ্যে ফিরছে । অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, হুগলি কিংবা দক্ষিণ 24 পরগনার শ্রমিকদের নিয়ে ফেরার পথে সেই সব জেলায় ট্রেন থামছে না । বর্ধমান স্টেশনে ট্রেন থামার পর ওই সব জেলার শ্রমিকরা সেখানেই নেমে পড়ছেন । ফলে তাঁদের বাড়ি পাঠাতে গিয়ে সমস্যায় পড়ছে জেলা প্রশাসন।

burdwan railway station
বর্ধমান স্টেশন

By

Published : May 26, 2020, 11:47 PM IST

বর্ধমান, 26 মে : শ্রমিকদের নিয়ে ফেরার পথে নির্দিষ্ট স্টপেজে ট্রেন থামছে না । বেশিরভাগ ট্রেন বর্ধমান স্টেশনে স্টপেজ না থাকা সত্ত্বেও দাঁড়াচ্ছে । এই সুযোগে ভিন জেলার শ্রমিকরা বর্ধমানে নেমে পড়ছেন । তার ফলে সমস্যায় পড়ছে জেলা প্রশাসন ।



শ্রমিকদের নিয়ে ভিনরাজ্য থেকে একাধিক ট্রেন রাজ্যে ফিরছে । অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, হুগলি কিংবা দক্ষিণ 24 পরগনার শ্রমিকদের নিয়ে ফেরার পথে সেই সব জেলায় ট্রেন থামছে না । বর্ধমান স্টেশনে ট্রেন থামার পর ওই সব জেলার শ্রমিকরা সেখানেই নেমে পড়ছেন । ফলে ওই সব জেলার শ্রমিকদের বাড়ি পাঠাতে গিয়ে সমস্যায় পড়ছে জেলা প্রশাসন।

সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলা থেকে রাজ্যের পাঁচ-ছটি জেলাতে শ্রমিকদের গাড়ি করে পাঠাতে কোনও অসুবিধা নেই । কিন্তু দেখা যাচ্ছে হুগলি কিংবা দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে ওই জেলার স্টেশন গুলিতে ট্রেন থামছে না । বর্ধমান স্টেশনে এসে ট্রেন থামতেই ওই সব জেলার শ্রমিকরা সেখানে নেমে পড়ছেন । আর সেই শ্রমিকদের পাঠাতে গিয়ে সমস্যায় পড়ছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধে পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ আধিকারিক এবং রেলের আধিকারিকদের নিয়ে বৈঠক করে। বৈঠকে সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে।


পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "আশপাশের নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা করতে আমাদের কোনও সমস্যা নেই । কিন্তু হুগলি এবং দক্ষিণ 24 পরগনার শ্রমিকদেরও তাঁদের জেলায় পাঠাতে হচ্ছে । এক্ষেত্রে সমস্যা থেকেই যায় । এই সমস্যা মেটানোর জন্য রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details