পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সোমবার থেকে খুলবে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির - কোরোনা

আগামীকাল থেকে খুলবে সর্বমঙ্গলা মন্দির । 10 জন করে ভক্ত মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন বলে জানা যাচ্ছে মন্দির কমিটির তরফ থেকে ।

ছবি
ছবি

By

Published : Jun 14, 2020, 6:58 AM IST

বর্ধমান, 14 জুন : লকডাউন শিথিল হওয়ার পর খুলেছে একাধিক মন্দির । এবার খুলতে চলেছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির । 15 জুন থেকে খুলবে মন্দিরটি ।

লকডাউন জারি থাকায় এতদিন মন্দিরের প্রধান দরজার বাইরে থেকেই ভক্তদের পুজো দিতে হত । আগামীকাল থেকে 10 জন করে ভক্ত মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন ।

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলা হচ্ছে । ভক্তদের জন্য স্যানিটাইজা়রের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ। তিনি বলেন, “ 15 তারিখ থেকে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখন মন্দিরে প্রতিমা সেবা ও ভোগ দেওয়া সবই হচ্ছে । কিন্তু এই পরিস্থিতিতে জনসাধারণের জন্য ভোগ বিতরণ বন্ধ থাকছে । ভিড় এড়াতে মন্দিরে বিপত্তারিণী পুজো এবছর বন্ধ রাখা হচ্ছে । এবার থেকে 10 জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন ।"

ABOUT THE AUTHOR

...view details