পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানের আউশগ্রামে কোরোনা আক্রান্ত যুবক - কোরোনা আক্রান্ত

কোরোনায় আক্রান্ত হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক যুবক। সপ্তাহ খানেক আগে ওই যুবককে বীরভূমের বোলপুর সিয়ান হাসপাতালে ভরতি করা হয়েছিল ।নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

ausgram
আউসগ্রাম

By

Published : May 17, 2020, 7:32 PM IST

বর্ধমান,17 মে : এবার কোরোনায় আক্রান্ত পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক যুবক। সপ্তাহ খানেক আগে ওই যুবককে বীরভূমের বোলপুর সিয়ান হাসপাতালে ভরতি করা হয়েছিল ।নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই জেলা প্রশাসনের তরফে এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আউশগ্রাম 1 নম্বর ব্লকের উক্তা পঞ্চায়েত এলাকার গঙ্গারামপুরে ওই যুবকের বাড়ি। কিডনির সমস্যা নিয়ে তাকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর ডায়ালিসিস করা হয় ।পরে তাঁর কোরোনা পজিটিভ রিপোর্ট আসে।


রবিবার আউশগ্রামের উক্তা পঞ্চায়েত এলাকা গঙ্গারামপুরে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ওই যুবকের পরিবারের সদস্যসহ মোট 42 জনকে বর্ধমানের কোরোনা হাসপাতালে ভর্তি করা হয় ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ওই যুবক বোলপুরের সিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তবে সংক্রমণ কীভাবে তা জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details