ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বহরমপুরে সভার অনুমতি পেল না PFI - NRC CAA Protest

আজ বহরমপুরে সভা হওয়ার কথা ছিল । কিন্তু PFI-কে অনুমতি দিল না প্রশাসন ৷

PFI not allowed to hold meeting
অনুমতি পেল না PFI
author img

By

Published : Jan 5, 2020, 3:10 AM IST

বহরমপুর, 5 জানুয়ারি : NRC ও CAA-র প্রতিবাদে সভা করার ডাক দিয়েছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) ৷ আজ বহরমপুরের ভাকুড়ি মোড়ে সেই সভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু সভার অনুমতি দিল না প্রশাসন ৷

এবিষয়ে, নদিয়া- মুর্শিদাবাদ রেঞ্জের DIG তথা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আমরা খোঁজ নিয়ে জেনেছি নানা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত এই সংগঠন । ইতিমধ্যে ঝাড়খণ্ডে সংগঠনটিকে ব্যান করা হয়েছে । কেরল ও উত্তরপ্রদেশ সরকারও সংগঠনটিকে নিয়ে চিন্তায় রয়েছে । তাই এই পরিস্থিতিতে এখানে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না ।" যদিও এই সংগঠনের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি৷ তবে, PFI-র পক্ষ থেকে আজকের কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি ।

প্রসঙ্গত, আজ ভাকুড়ি মোড়ে PFI-র সভা করা নিয়ে গোটা শহর জুড়ে পোস্টার পড়েছিল৷ সেই পোস্টারে সভার প্রধান বক্তা হিসেবে তৃণমূলের বিধায়ক, সাংসদের নাম ছিল৷ মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানেরও নাম ছিল ৷ যদিও তিনি দাবি করেন, ওই সভার সঙ্গে তাঁর কোন যোগ নেই ৷ তাঁকে না জানিয়েই পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে ৷

উল্লেখ্য, এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি রিপোর্ট দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, CAA-র প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাটসহ বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ হয়েছে, তার পিছনে মদত রয়েছে এই সংগঠনের । রিপোর্টে সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ । সূত্রের খবর, CAA -র প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পিছনেও PFI-র মদত রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details