পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কুলটিতে অবৈধ কয়লা খনিতে আটকে 3

অবৈধভাবে খননকার্য করতে গিয়ে কয়লা খনিতে আটকে পড়ল তিনজন ৷ আসানসোলের কুলটির ঘটনা ৷

বেআইনি কয়লা খনি

By

Published : Oct 14, 2019, 9:31 AM IST

Updated : Oct 14, 2019, 2:08 PM IST

আসানসোল, 14 অক্টোবর : অবৈধ খনিতে খনন করতে গিয়ে আটকে পড়েছে তিনজন ৷ আসানসোলের কুলটির আলডির ঘটনা ৷ সকালে উদ্ধারকাজ চালানো হয় ৷ তবে এখনও উদ্ধার করা যায়নি কাউকে ৷

স্থানীয়দের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গতরাতে ৷ চারজন খনিতে খননকার্য চালাচ্ছিল ৷ হঠাৎ ধস নামে ৷ আটকে পড়ে তিনজন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় ECL-এর মাইন রেসকিউ টিম ৷ কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের নতুন করে খনির মুখ বড় করে কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে ৷

দেখুন ভিডিয়ো...

মাইন রেসকিউ টিমের ইনচার্জ সত্যব্রত সরকার বলেন, " খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং ECL (ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড)-এর আধিকারিকরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ স্থানীয়দের কথা মতো চারজন ঘটনাস্থানে অবৈধভাবে খননকার্য চালাচ্ছিল ৷ তিনজন ভিতরে আটকে পড়ে ৷ চতুর্থজন কোনওরকমে পালিয়ে যায় ৷ " তিনি আরও বলেন, "ECL আধিকারিকদের কথা মতো সংশ্লিষ্ট খনির ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস রয়েছে ৷ এবং ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনজনই জ্ঞান হারিয়েছে ৷ খনির প্রবেশপথ খুবই সরু ৷ আমরা সেটাকে বাড়িয়ে ভিতরে ঢুকে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি ৷ "

দেখুন ভিডিয়ো...

স্থানীয় কাউন্সিলর নেপাল চৌধুরি বলেন, " বোধহয় পরিষ্কার করতে গিয়েছিল ৷ দেখে যা বোঝা গেল কয়লা ওঠেনি ৷ পাথর উঠেছে ৷ একজন আটকে গেছিল তাকে বের করতে গিয়ে আর একজন গেছিল ৷ স্থানীয়রা বলল তিনজন আটকে পড়েছে ৷ তারা স্থানীয় বাসিন্দাই ৷ তবে নাম এখনও জানা যায়নি ৷ উদ্ধারকারী দল এসেছে ৷ স্থানীয় প্রশাসন এসেছে ৷ চেষ্টা চালাচ্ছে ৷ "

শেষ পাওয়া খবর অনুযায়ী ভোররাতেই ঘটনাস্থান থেকে ফিরে যায় উদ্ধারকারী দল ৷ খনির মুখ বড় করে কাটতে প্রয়োজনীয় মেশিন পেলে ফের শুরু করা হবে উদ্ধারকাজ ৷

Last Updated : Oct 14, 2019, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details