রানিগঞ্জ, 3 এপ্রিল: "কাজ করব আমরা। আপনাদের ঘরে ঢিল পড়লে বাঁচাতে আসব আমরা। আর ভোটের সময় আপনারা ভোট দেবেন BJP-কে। ভাই নেড়া বেলতলায় একবারই যায়, বারবার না। এই ভুল আর হবে না।" রানিগঞ্জের সিয়ারসোল এলাকায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের হয়ে ভোট প্রচারে এসে এলাকার CPI(M) নেতা কর্মীদের লক্ষ্য করে এই মন্তব্য করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।
উপরে লাল ঝান্ডা, ভিতরে পদ্মফুল এই রাজনীতি চলবে না : জিতেন্দ্র
আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির সহকর্মীরা CPI(M) ছেড়ে গতকাল রানিগঞ্জে মুনমুন সেনের প্রচার সভায় তৃণমূলে যোগ দেন। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসানসোলের মেয়র বলেন, "কাস্তে-হাতুড়ি-তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুলে ভোট দেবে এটা চলবে না।"
গতকাল রানিগঞ্জে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির সহকর্মীরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সভামঞ্চে উপস্থিত ছিলেন এলাকার অন্য তৃণমূল নেতা ও কাউন্সিলররা।
জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন, চলে আসবেন। কিন্তু যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন না, তাঁরা কিন্তু অবশ্যই লাল ঝান্ডাকে ভোট দেবেন। উপরে উপরে লাল ঝান্ডা, ভিতরে ভিতরে পদ্মফুল এই রাজনীতি এখানে চলতে দেব না। কাস্তে-হাতুড়ি-তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুলে ভোট দেবে এটা চলবে না।"