জামুড়িয়া , 6 জুন : জামুড়িয়ায় রাস্তা নির্মাণ সংস্থার কারখানা থেকে ছড়াচ্ছে দূষণ ৷ দূষণ ছড়ানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷
অভিযোগ, জামুড়িয়ার চিচুড়িয়া গ্রামে রাস্তা নির্মাণ সংস্থার কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে । সেই দূষণ ছড়ানোকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় । জামুড়িয়া চিচুড়িয়ার আলিনগর এলাকায় তিন বছর আগে রাস্তা নির্মাণের জন্য প্ল্যান্ট তৈরি হয়েছিল । রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে বহুদিন আগে । কিন্তু রাস্তা তৈরির সংস্থা তাদের প্ল্যান্ট এখনও সেখান থেকে সরিয়ে নিয়ে যায়নি । রাস্তা নির্মাণের চুক্তি শেষ হয়ে গেলেও, সেই প্ল্যান্ট থেকে বীরভূমের ডুবরাজপুরে স্টোনচিপ এবং পিচের মিশ্রণ নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক দিনই । তাতেই ছড়াচ্ছে ব্যাপক দূষণ ৷ এরই প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে নামে ৷ বন্ধ হয়ে যায় কাজ ৷