আসানসোল, 2 জুন : চলন্ত ট্রেলারের কেবিন খুলে মৃত্যু হল 1 জনের ৷ মঙ্গলবার রাতে আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডের ঘটনায় ট্রেলারের কেবিন খুলে গিয়ে রাস্তা থেকে নেমে যায় ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্যদিকে অল্পের জন্য ট্রেলারের পিছনের অংশের ধাক্কা থেকে বেঁচে যায় রাস্তার ধারের একটি বাড়ি ৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত ৷ ঘটনার পর থেকেই ট্রেলারের চালক পলাতক ৷
জানা গিয়েছে, গতকাল রাতে ঝাড়খণ্ড থেকে আসানসোলে আসছিল 18 চাকার একটি ট্রেলার ৷ আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডে চলন্ত অবস্থায় হঠাৎই ট্রেলারের কেবিন খুলে যায় ৷ এর পর একটি বাড়ির সামনে গিয়ে উল্টে যায় সেটি ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্য়দিকে, এই পথ দুর্ঘটনার পরেই ট্রেলারের চালক সেখান থেকে পালিয়ে যায় ৷