আসানসোল, 6 মে : গরুপাচার মামলায় ফের একবার জামিন খারিজ হল বিকাশ মিশ্রর (Fourteen Days Jail Custody for Bikash Mishra by Asansol CBI Court) ৷ আজ বিকাশকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে, তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন ৷ কিন্তু, বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন ৷ বিকাশ মিশ্রকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷ আগামী 20 মে গরুপাচার মামলায় ফের বিকাশ মিশ্রকে আদালতে তোলা হবে ৷
এ দিন সিবিআই আইনজীবীদের তরফে আবেদন করা হয়, জেল হেফাজতে থেকেও এই মামলায় বিকাশ মিশ্রকে গোয়েন্দারা যেন জিজ্ঞাসাবাদ করতে পারেন ৷ সিবিআই-এর এই আবেদন মঞ্জুর করেছেন বিচারক ৷ প্রসঙ্গত, গত 22 এপ্রিল বিকাশ মিশ্রকে গরুপাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ কিন্তু, গরমের জন্য আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল ৷ কোনও শুনানি সেদিন হয়নি ৷ সেই কারণে বিকাশকে পুনরায় জেলেই যেতে হয়েছিল ৷