আসানসোল, 27 জুন: আসানসোল দক্ষিণ কেন্দ্রের নামো জামডোবা গ্রামে স্বাধীনতার 75 বছর পরেও আসেনি বিদ্যুৎ। রাস্তার ধারে লন্ঠনের আলোয় পড়াশোনা করে সেখানকার ছাত্রছাত্রীরা । ইটিভি ভারতে প্রথম প্রকাশিত হয় এই খবর ৷ আর এই খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শীঘ্রই এই গ্রামে আসতে চলেছে বিদ্যুৎ ৷ ঘুচতে চলেছে অন্ধকার ৷
ইতিমধ্যেই গ্রামে বিদ্যুতের তার লেগেছে । দু-তিন দিনের মধ্যেই গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে দেওয়া হবে । দীর্ঘদিনের দাবি মেটায় খুশি গ্রামবাসীরা । তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনীতি । বিজেপি এবং তৃণমূল দুপক্ষই দাবি করছে, বিদ্যুৎ এসেছে তাদের জন্যই ।
নামো জামডোবা গ্রামে রাস্তার ধারে মোমবাতি এবং লন্ঠন জ্বালিয়ে আদিবাসী শিশু-কিশোরদের পড়ান রাস্তার মাস্টার দীপ নারায়ণ নায়েক । এমন খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে । আর তারপরেই নড়েচড়ে বসে সবাই । ওই গ্রামে রাস্তা নেই, স্কুল নেই, এমনকী বিদ্যুতের সংযোগ নেই । খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদ্যুৎ আনার চেষ্টা হলেও জমি সংক্রান্ত সমস্যায় তা আটকে গিয়েছিল । জমি সমস্যায় জেরে কিছু বিদ্যুতের খুঁটি পোতা যাচ্ছিল না । ফলে গ্রামের মধ্যে বিদ্যুৎ নিয়ে আসা যাচ্ছিল না ।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই গ্রামে গিয়ে মানুষজনদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়ি বাড়ি এবার মিটার বক্স লাগবে । দু-একদিনেই আলো আসবে গ্রামে । তার তোড়জোড় চলছে ।