পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

First Electricity Connection: ইটিভি ভারতের খবরের জের, স্বাধীনতার 75 বছর 'অন্ধকার ঘুচল' নামো জামডোবা গ্রামের

গ্রামে বিদ্যুতের তার লেগেছে । দু-তিন দিনের মধ্যেই গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে দেওয়া হবে । দীর্ঘদিনের দাবি মেটায় খুশি গ্রামবাসীরা (First Electricity Connection)।

First Electricity Connection News
First Electricity Connection

By

Published : Jun 27, 2022, 7:44 PM IST

Updated : Jun 27, 2022, 9:01 PM IST

আসানসোল, 27 জুন: আসানসোল দক্ষিণ কেন্দ্রের নামো জামডোবা গ্রামে স্বাধীনতার 75 বছর পরেও আসেনি বিদ্যুৎ। রাস্তার ধারে লন্ঠনের আলোয় পড়াশোনা করে সেখানকার ছাত্রছাত্রীরা । ইটিভি ভারতে প্রথম প্রকাশিত হয় এই খবর ৷ আর এই খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শীঘ্রই এই গ্রামে আসতে চলেছে বিদ্যুৎ ৷ ঘুচতে চলেছে অন্ধকার ৷

ইতিমধ্যেই গ্রামে বিদ্যুতের তার লেগেছে । দু-তিন দিনের মধ্যেই গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে দেওয়া হবে । দীর্ঘদিনের দাবি মেটায় খুশি গ্রামবাসীরা । তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনীতি । বিজেপি এবং তৃণমূল দুপক্ষই দাবি করছে, বিদ্যুৎ এসেছে তাদের জন্যই ।

গ্রামে গিয়ে সকলের সঙ্গে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা বলেন অগ্নিমিত্রা পাল

নামো জামডোবা গ্রামে রাস্তার ধারে মোমবাতি এবং লন্ঠন জ্বালিয়ে আদিবাসী শিশু-কিশোরদের পড়ান রাস্তার মাস্টার দীপ নারায়ণ নায়েক । এমন খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে । আর তারপরেই নড়েচড়ে বসে সবাই । ওই গ্রামে রাস্তা নেই, স্কুল নেই, এমনকী বিদ্যুতের সংযোগ নেই । খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদ্যুৎ আনার চেষ্টা হলেও জমি সংক্রান্ত সমস্যায় তা আটকে গিয়েছিল । জমি সমস্যায় জেরে কিছু বিদ্যুতের খুঁটি পোতা যাচ্ছিল না । ফলে গ্রামের মধ্যে বিদ্যুৎ নিয়ে আসা যাচ্ছিল না ।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই গ্রামে গিয়ে মানুষজনদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়ি বাড়ি এবার মিটার বক্স লাগবে । দু-একদিনেই আলো আসবে গ্রামে । তার তোড়জোড় চলছে ।

স্বাধীনতার 75 বছর 'অন্ধকার ঘুচল' নামো জামডোবা গ্রামের

অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন, "গ্রামে বিদ্যুৎহীনতার কথা জানতে পেরেই বারবার রাজ্য বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করে জমি সমস্যা মেটানোর চেষ্টা করি এবং কার্যত জমি সমস্যা মেটানোর জন্য ঘুরপথে গ্রামে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে । ইটিভি ভারত-কে ধন্যবাদ তারা এরকম একটি খবর প্রচার করেছিল ।"

তবে এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতি ৷ তৃণমূলের দাবি, তাদের উদ্যোগেই নামো জামডোবা গ্রামে আসতে চলেছে বিদ্যুৎ ৷ আসানসোল পৌরনিগমের 87 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর(Councillor) তরুণ চক্রবর্তী বলেন, "পৌরভোটের আগে প্রচারের সময় গ্রামের মানুষজন দাবি জানিয়েছিলেন বিদ্যুৎ এনে দেওয়ার । তারপরেই মেয়র বিধান উপাধ্যায়ের সাহায্য নিয়ে এই গ্রামে বিদ্যুৎ আনতে সক্ষম হয়েছি ।"

আরও পড়ুন: লন্ঠনেই শিক্ষার 'আলো' এনেছেন 'রাস্তার মাস্টার' দীপ

তবে বিদ্যুত আনার কথা যিনিই দাবি করুন না কেন, নামো জামডোবায় খুব শীঘ্রই আসতে চলেছে বিদ্যুৎ ৷ এবার সত্যিকারের দীপাবলি আসবে নামো জামডোবায় বলে মনে করছেন গ্রামবাসীরা (First Electricity Connection at Asansol Village in a few days)।

Last Updated : Jun 27, 2022, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details