আসানসোল, 23 অক্টোবর : কোরোনা আবহেও উৎসবে জমজমাট আসানসোল । আসানসোল স্কিম 2 সর্বজনীনের এবারের থিম "পাড়" । পুজো উদ্যোক্তাদের কথায়, কোরোনা মহামারীতে আমরা সবাই এক নৌকার যাত্রী । সেই নৌকায় ফুটো রয়েছে, জল ঢুকছে । তাই সকলে নিরাপদে পাড়ে যেতে চাইছি । সেই ভাবনা থেকেই থিম । প্রতিমাও হয়েছে মণ্ডপ তথা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে । এবছর স্কিম 2-এর পুজো 38 বছরে পা রাখল । কোরোনা পরিস্থিতিতে মণ্ডপের বাইরে থেকেই চলছে প্রতিমা দর্শন ।
দূর থেকেই করা যাবে প্রতিমা দর্শন । আসানসোল পাঁচগাছিয়া গান্ধিনগর ইউনাইটেড ক্লাবের পুজোর থিম "কাল্পনিক" । কোরোনা পরিস্থিতিতে খণ্ডিত হাতের মডেল গোটা মণ্ডপ জুড়ে । উদ্যোক্তারা জানান, মহামারীতে আশ্রয় খুঁজছে মানুষ । তারই কাল্পনিক রূপ দেওয়া হয়েছে মণ্ডপে । পাঁচগাছিয়া গান্ধি নগর ইউনাইটেডের পুজো এবছর 36 বছরে পদার্পণ করল ।
রকমারি থিমে সেজে উঠেছে মণ্ডপ ও প্রতিমা। আসানসোল আপকার গার্ডেন সর্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের থিম কাল্পনিক শিব মন্দির । মণ্ডপটিকে শিবের মূর্তি এবং শিবের স্তোত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । এছাড়াও মণ্ডপটি সেজে উঠেছে অসংখ্য ঘণ্টা ও ত্রিশূল দিয়ে । আপকার গার্ডেন সর্বজনীন এবছর 81তম বর্ষে পদার্পণ করল ।
কল্যাণপুর কে সেক্টর সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ কাল্পনিক মন্দিরের আদলে । যারা প্রতিবছর থিমে চমকে দেয়, এবছর তাদের প্যান্ডেল একেবারেই সাদামাটা । সাবেকি প্রতিমা । কল্যাণপুর কে সেক্টর সর্বজনীনের দুর্গাপুজো এছর 34 বছরে পড়ল ।
কোরোনায় যেন হিসেব উলটেপালটে গেছে কল্যাণপুর আদিপুজোয় । প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও শেষ মুহূর্তে সরকারি নির্দেশিকায় মণ্ডপ বদলে গিয়েছে । সাধারণ মণ্ডপ হলেও প্রতিমা নজরকাড়া । কল্যাণপুর আদি দুর্গাপুজো এবার 40 বছরে পা দিল ।