পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bridge Issue : পূরণ হয়নি পাকা ব্রিজের দাবি, নড়বড়ে বাঁশের সেতুতে বসেই বিক্ষোভ দুই জেলার মানুষদের - দামোদরে পাকা সেতুর দাবিতে অবস্থান বিক্ষোভ

বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের প্রান্তিক এলাকার মানুষজনের যাতায়াতের জন্য দামোদর নদের উপর পাকা সেতুর দাবি ৷ আর সেই দাবিতেই একমাত্র নড়বড়ে বাঁশের সেতুর উপরেই অবস্থান বিক্ষোভ শুরু করলেন দুই জেলার নারগিকরা (Demonstration for Demand of Permanent Bridge Over Damodar River) ৷

Demonstration for Demand of Permanent Bridge Over Damodar River
Demonstration for Demand of Permanent Bridge Over Damodar River

By

Published : May 16, 2022, 12:48 PM IST

আসানসোল, 16 মে : দামোদরের একদিকে পশ্চিম বর্ধমান ৷ আর অন্যদিকে বাঁকুড়া ৷ দুই প্রান্তের প্রান্তিক অঞ্চলের নাগরিকদের যাতায়াতের একমাত্র উপায় একটি নড়বড়ে বাঁশের সেতু ৷ দীর্ঘদিন ধরেই সেখানে একটি পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন মানুষজন ৷ এ নিয়ে বেশ কয়েকবার ছোটখাটো আন্দোলনও করেছেন তাঁরা ৷ পাকা সেতুর দাবিতে সেই আন্দোলনই এ বার আরও বড় আকার ধারণ করল ৷ সোমবার সকালে দামোদরের দুই পাড়ের বাসিন্দারা নড়বড়ে সেই বাঁশের সেতুর উপরেই অবস্থান বিক্ষোভ শুরু করেছে (Demonstration for Demand of Permanent Bridge Over Damodar River) ৷

পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া দুই জেলার মানুষের দাবি, দামোদরের উপর পাকা সেতু তৈরি করতে হবে ৷ পাকা সেতু তৈরি হলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার প্রান্তিক অঞ্চলের মানুষজনও উপকৃত হবে বলে জানিয়েছেন তাঁরা ৷ দুই জেলার লোকজনদের নিয়ে তৈরি করা হয়েছে দামোদর-বিহারীনাথ সেতু বন্ধন কমিটি ৷ আর সেই কমিটির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ৷ সেতু বন্ধন কমিটির সদস্য চন্দন মিশ্র জানান, ‘‘এই সেতু তৈরি হলে দুই পারের মানুষ উপকৃত হবেন ৷ পর্যটন থেকে শুরু দুই জেলার ব্যবসায়িক উন্নতি হবে ৷ প্রচুর দরিদ্র মানুষ রুজিরুটির সুযোগ পাবেন ৷’’

আরও পড়ুন : Bridge problem at Asansol : আজও দুই জেলার যোগাযোগে দামোদরে নড়বড়ে বাঁশের সেতুই ভরসা

সেতু বন্ধন কমিটির আরও এক সদস্য সুবল চক্রবর্তী জানান, ‘‘এই বাঁশের সেতুও বর্ষাকালে ভেঙে যায় ৷ প্রায় পাঁচ-ছ’মাস কোনও সেতু থাকে না ৷ তখন নৌকো ভরসা ৷ ইতিমধ্যেই রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে রাজ্য সরকার 1 কোটি টাকা খরচ করে সেতুর জন্য সার্ভে করিয়েছেন ৷ আমরা সেতু তৈরির কাজকে আরও তরান্বিত করার দাবি জানাচ্ছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details