আসানসোল, 8 এপ্রিল : লকডাউনের জেরে কুলটির চবকা যৌনপল্লি এলাকার বাসিন্দারা চরম কষ্টে ছিলেন। আর সেই কষ্টের কথা জেনে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু চবকা এলাকায় আজ থেকে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করলেন। এখানে একসঙ্গে 500 জন প্রতিদিন খেতে পাবেন বলে জানিয়েছেন ওই শিক্ষক। তবে শুধু চবকা নয় এর আগে আরও তিনটি প্রত্যন্ত এলাকায় কমিউনিটি কিচেন তৈরি করে গরিব মানুষদের প্রতিদিনকার খাবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক চন্দ্রশেখর।
শিক্ষক ও সমাজসেবী চন্দ্রশেখর খোঁজ পান আসানসোলের বেশ কিছু প্রত্যন্ত এলাকায় পাথর খাদানে কাজ করা শ্রমিকদের দিন চলছে না। এই খোঁজ পাওয়ার পর স্থানীয় মানুষদের সহযোগিতায় তিনটি কমিউনিটি কিচেন শুরু করেন ওই এলাকাগুলিতে। প্রতিদিন প্রায় 600 মানুষ সেখানে খেতে পাচ্ছেন। এরপরে তিনি খবর পান কুলটির চবকা যৌনপল্লি এলাকার বাসিন্দারা না খেতে পেয়ে খুব কষ্টে আছেন।