আসানসোল, 14 সেপ্টেম্বর: কয়লাপাচার মামলায় বিকাশ মিশ্র (Judicial Custody for Bikash Mishra) এবং 8 জন বর্তমান ও প্রাক্তন ইসিএল আধিকারিককে ফের জেল অর্থাৎ, বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আসানসোল সিবিআই আদালত ৷ আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতে থাকতে হবে ৷ মঙ্গলবার বিকাশ মিশ্র ও ইসিএল আধিকারিকদের জেল হেফাজতের মেয়াদ শেষে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয়েছিল ৷ ইসিএল (ECL) আধিকারিকদের আইনজীবীরা তাদের হয়ে জামিনের আবেদন করেন ৷ কিন্তু, বিচারক জামিনের সেই আবেদন খারিজ করে দেন ৷ যদিও বিকাশ মিশ্রের আইনজীবীরা মঙ্গলবার শুনানিতে কোনও জামিনের আবেদন করেননি ৷
মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায়, তন্ময় দাস এবং বর্তমান জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র মৈত্র ও মুকেশ কুমারকে সিবিআই (CBI) আদালতে পেশ করা হয় ৷ সঙ্গে ইসিএল এর 2 নিরাপত্তা আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায় এবং রিঙ্কু বেহারাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় ৷ একই মামলায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও আসানসোল সিবিআই আদালতে তোলা হয় ৷ যদিও, এ দিন নতুন করে কোনও তথ্য কয়লাপাচার কাণ্ডে উঠে আসেনি ৷
আরও পড়ুন:কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির