পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Smuggling Case: কয়লাপাচার কাণ্ডে বিকাশ মিশ্র এবং 8 ইসিএল আধিকারিকের 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত - Judicial Custody

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) ধৃত বিকাশ মিশ্রকে আবারও জেল হেফাজতে (Judicial Custody for Bikash Mishra) পাঠাল আসানসোল সিবিআই (CBI) আদালত ৷ তাঁকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ সঙ্গে ইসিএল (ECL) এর 8 বর্তমান ও প্রাক্তন আধিকারিককেও জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷

coal-smuggling-case-judicial-custody-for-bikash-mishra-and-8-ecl-officials-till-september-27
coal-smuggling-case-judicial-custody-for-bikash-mishra-and-8-ecl-officials-till-september-27

By

Published : Sep 14, 2022, 9:18 AM IST

আসানসোল, 14 সেপ্টেম্বর: কয়লাপাচার মামলায় বিকাশ মিশ্র (Judicial Custody for Bikash Mishra) এবং 8 জন বর্তমান ও প্রাক্তন ইসিএল আধিকারিককে ফের জেল অর্থাৎ, বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আসানসোল সিবিআই আদালত ৷ আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতে থাকতে হবে ৷ মঙ্গলবার বিকাশ মিশ্র ও ইসিএল আধিকারিকদের জেল হেফাজতের মেয়াদ শেষে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয়েছিল ৷ ইসিএল (ECL) আধিকারিকদের আইনজীবীরা তাদের হয়ে জামিনের আবেদন করেন ৷ কিন্তু, বিচারক জামিনের সেই আবেদন খারিজ করে দেন ৷ যদিও বিকাশ মিশ্রের আইনজীবীরা মঙ্গলবার শুনানিতে কোনও জামিনের আবেদন করেননি ৷

মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায়, তন্ময় দাস এবং বর্তমান জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র মৈত্র ও মুকেশ কুমারকে সিবিআই (CBI) আদালতে পেশ করা হয় ৷ সঙ্গে ইসিএল এর 2 নিরাপত্তা আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায় এবং রিঙ্কু বেহারাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় ৷ একই মামলায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও আসানসোল সিবিআই আদালতে তোলা হয় ৷ যদিও, এ দিন নতুন করে কোনও তথ্য কয়লাপাচার কাণ্ডে উঠে আসেনি ৷

আরও পড়ুন:কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

প্রসঙ্গত, সিবিআই কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) যে 44 জনের নামে চার্জশিট ফাইল করেছে, সেখানে বিকাশ মিশ্র সহ 9 জন ইসিএল আধিকারকের নাম আছে ৷ এদের জামিন দিলে তদন্তে বিপত্তি ঘটতে পারে, তাই অভিযুক্তদের জেল হেফাজত চেয়ে প্রার্থনা করেন সিবিআইয়ের আইনজীবী ৷ যদিও ইসিএলের কর্তা ব্যক্তিদের আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন, যে কোনও শর্তে ইসিএলের এই প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জামিন দেওয়া হোক ৷ এও বলা হয় যে, তাঁরা তদন্তে সব রকমের সহযোগিতা করবেন ৷

আরও পড়ুন:সিবিআই আধিকারিকদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন মলয়পত্নী সুদেষ্ণা

অভিযুক্তদের আইনজীবীরা বলেন, ‘‘বাকি যাঁদের নাম চার্জশিটে আছে, তাঁদের এখনও পর্যন্ত ধরা যায়নি ৷ কিংবা তাঁদের শমন পাঠানো হয়েছে কিনা স্পষ্ট নয় ৷ তাই ধৃত ইসিএল আধিকারিকদের আটকে না রেখে তাঁদের জামিন দেওয়া হোক ৷ তারা তদন্তে সহযোগিতা করবেন ৷’’ যদিও বিচারক দু’পক্ষের সওয়াল জবাব শেষে জামিনের আবেদন খারিজ করেন ৷ আর বিকাশ মিশ্র সহ ইসিএল আধিকারিকদের 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ ইসিএল আধিকারিকরা আসানসোল সংশোধনাগারেই থাকবেন ৷ যদিও বিকাশ মিশ্রকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details