পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনলাইন প্রতারণা চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 7 - আন্তঃরাজ্য প্রতারণা চক্র

অনলাইন প্রতারণা চক্রের পর্দা ফাঁস ৷ আসানসোল থেকে 7 জনের একটি চক্রকে গ্রেফতার করল পুলিশ ৷ আসানসোলে গত দু’মাস ধরে এরা প্রতারণার ফাঁদ পেতেছিল ৷ ধৃত 7 জনের মধ্যে 6 জন তেলাঙ্গানার বাসিন্দা ৷ বাকি একজন বিহারের বাসিন্দা ৷

Asansol Police arrest 7 who did Online fraud with people
অনলাইন প্রতারণা চক্রের পর্দা ফাঁস, গ্রেফতা 7

By

Published : Jul 14, 2021, 7:47 PM IST

আসানসোল, 14 জুলাই : অনলাইন শপিং সংস্থার নাম করে প্রতারণার ছক ৷ আন্তঃরাজ্য প্রতারণা চক্রের 7 জনকে গ্রেফতার করল আসানসোল থানার পুলিশ ৷ ধৃতদের মধ্যে 6 জন তেলাঙ্গানার বাসিন্দা ৷ অন্য আরেকজন একজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতরা 2 মাস ধরে আসানসোলে ঘাঁটি গেড়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) এস কুলদীপ জানিয়েছেন, যাঁরা অনলাইনে কেনাকাটা করেন, তাঁদের লাকি ড্র-তে নাম উঠেছে বলে মেসেজ পাঠাত প্রতারকরা ৷ এর পর তাঁদের বিভ্রান্ত করে টাকা লুট করত এই 7 জন ৷ বহুদিন ধরে এই অনলাইন শপিং এর নাম করে প্রতারণার অভিযোগ উঠছিল আসানসোলে ৷ সেই মতো বেশ কয়েকদিন ধরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিল ৷ সেই মতো সূত্র মারফত খবর পেয়ে ওই 7 প্রতারককে গ্রেফতার করেছে আসানসোল থানার পুলিশ ৷

আরও পড়ুন : প্রতারকের কথায় 10 টাকার রিচার্জ করতে গিয়ে 3 লাখ খোয়ালেন শিক্ষক

ধৃত 7 জনের পরিচয় জানা গিয়েছে ৷ ধৃতরা হল, পিন্টু কুমার, মুদাবাথ ভেঙ্কটেশ, ইয়াদাগিরি, শ্রীমু পাটলাভাট, নরেশ পাটলাভাট, নুরে রাকেশ, শঙ্কর পাটলাভাট ৷ পিন্টু কুমার বিহারের নওয়াদার বাসিন্দা ৷ বাকি 6 অভিযুক্ত তেলাঙ্গানার বাসিন্দা ৷ ধৃতদের জেরা করে সাইবার ক্রাইম সংক্রান্ত বেশ কিছু তথ্য পুলিশ জানার চেষ্টা করছে ৷ এর আগে আর কোথায় কোথায় তারা প্রতারণার ফাঁদ পেতেছিল ? তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details