পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সামনেই ইদ, বাজার খুলছে আসানসোলে

সামনেই রয়েছে ইদ । অন্য় বছর এই সময়টাতে বাজারে উপচে পড়া ভিড় থাকে । কোরোনার আতঙ্ক ও লকডাউনের কারণে এবারে ক্রেতার সংখ্যা খুবই কম । তবে কোরোনা আতঙ্ক কাটিয়ে বিক্রির আশায় ধীরে ধীরে দোকান খুলছেন আসানসোলের ব্যবসায়ীরা ।

bazaar
বাজার

By

Published : May 22, 2020, 10:06 AM IST

আসানসোল, 22 মে: সামনেই খুশির ইদ । আর এই সময়েই বাজারে কেনাকাটা বাড়ে । আর তাই কোরোনা আতঙ্ককে উপেক্ষা করেই আসানসোলে বাজার খুলতে শুরু করেছে । পোশাক, জুতো ছাড়াও ভ্যারাইটি স্টোর, ইমিটেশনের গয়নার দোকান সবই খুলছে । তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন যথেষ্ট সুরক্ষা অবলম্বন করেই দোকান খোলা হচ্ছে ।

কোরোনা আতঙ্ক রয়েছে এখনও । তবে নতুন করে সংক্রমণের খবর নেই গত দু'দিনে । আর এরই মাঝে সামনেই খুশির ইদ । অন্যান্য বছর এই সময় বাজারে উপচে পড়া ভিড় থাকে । কেনাকাটা চলে । ব্যবসাও জমে ওঠে । এই বছর কোরোনা আতঙ্ক ও লকডাউনের কারণে ভিড় তেমন না হলেও, ব্যবসার আশায় ধীরে ধীরে দোকান খুলছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত নিয়মকানুন মেনেই তাঁরা উপার্জনের আশায় দোকান খুলছেন । আসানসোলের TP মার্কেট এলাকায় পোশাকের দোকান, ইমিটেশন গয়নার দোকান, জুতোর দোকান ইত্যাদি খোলা হয়েছে । তবে ক্রেতার সংখ্যা কম ।

স্থানীয় ব্যবসায়ী মহম্মদ আজহারউদ্দিন, মহম্মদ আলতাব জানালেন, "ইদের বাজারের জন্য উপার্জনের আশায় দোকান খুলেছি । তবে মাস্ক ছাড়া কোনও ক্রেতাকেই দোকানে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না । দোকানে ঢোকার আগে ক্রেতাদের হাতে স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । সমস্ত সুরক্ষাবিধি মেনেই ব্যবসা করা হচ্ছে ।" যদিও এখন ভিড় না হলেও বাজার খোলার খবরে ইদের দু'একদিন আগে জমায়েত হওয়ার আশঙ্কা থাকছে । সেক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেয় সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details