আসানসোল, 20 অক্টোবর : সাংসদ বাবুল সুপ্রিয়র দেখা পাওয়া যায় না ৷ মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকেই সমর্থন করেন ৷ এমন দাবি জানিয়েই BJP থেকে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের শতাধিক বাসিন্দা ৷ CPI(M) থেকেও তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ৷ মোট 150 জন তৃণমূলে যোগদান করেন ৷
আসানসোল পুরনিগমের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁখোয়া গ্রামের স্কুলপাড়া এলাকা ৷ সেখানকারই 150 জন স্থানীয় বাসিন্দা গতকাল তৃণমূলে যোগ দিলেন । মন্ত্রী মলয় ঘটকের দপ্তরে আসেন তাঁরা ৷ মেয়র পারিষদ অভিজিৎ ঘটকের কাছে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন কর্মীরা ।