পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Tata Steel: স্টিল কারখানার জন্য আর্থিক সাহায্য আদায়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনায় টাটা গোষ্ঠী

ব্রিটেনের সাউথ ওয়েলসে স্টিল কারখানা আছে টাটা স্টিলের ৷ পোর্ট ট্যালবটের এই কারখানার আধুনিকীকরণের জন্য ব্রিটিশ সরকারের আর্থিক সাহায্য চাইছে টাটা গোষ্ঠী ৷ চলছে দু'পক্ষের আলোচনা ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 6:27 PM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর:ব্রিটেনের সাউথ ওয়েলসের পোর্ট ট্যালবট কারখানার জন্য সরকারি অর্থিক সাহায্য জোগাড়ের উদ্দেশ্যে সে দেশের সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে টাটা স্টিল ৷ জানা গিয়েছে, ব্রিটেনস্থিত টাটা স্টিলের এই কারখানাটির জন্য 500 মিলিয়ন পাউন্ড আর্থিক সাহায্য সে দেশের সরকারের থেকে জোগাড় করতে চাইছে ভারতীয় এই সংস্থাটি ৷ ব্রিটিশ মিডিয়াকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷ জানা গিয়েছে, এই বিষয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে ৷

সূত্রের খবর, এই বিষয়ে দু'পক্ষ একটি চুক্তি সই করার দিকে এগোচ্ছে ৷ সেই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে ব্রিটেনস্থিল তাদের এই স্টিল প্ল্যান্টটির জন্য বড় আর্থিক সাহায্য পাবে টাটা স্টিল ৷ যা কারখানাটির ভবিষ্যত সুরক্ষিত করার পাশাপাশি সেখানে কর্মরত বহু কর্মীর স্বার্থও সুরক্ষিত করবে ৷ এই বিষয়ে সংবাদসংস্থাকে টাটা স্টিলের মুখপাত্র জানিয়েছেন, সংস্থার তরফে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার বিষয়ে ৷ যাতে প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির মধ্যেই এই কারখানাটিতে কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায় ও স্টিল উৎপাদনে ডিকার্বনাইজেশনও বহাল থাকে ৷ সংস্থার দাবি, ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটিশ সরকারেরও উচিত কারখানার ডিকার্বনাইজেশনের জন্য সাহায্যে এগিয়ে আসা ও বিনিয়োগ করা ৷

ব্রিটিশ মিডিয়ার দাবি, টাটা গোষ্ঠীর সঙ্গে ব্রিটেন সরকারের এখনও পর্যন্ত যা কথা এগিয়েছে তাতে বলা যায় দুই পক্ষই একটি ড্রাফ্ট তৈরির দিকে এগোচ্ছে যার ভিত্তিতে একটি চুক্তি সাক্ষর হতে পারে ৷ সেই চুক্তিতে ব্রিটিশ সরকারের তরফে 500 মিলিয়ন পাউন্ড ও টাটা গোষ্ঠীর তরফে 700 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের কথা থাকতে পারে ৷ যাতে পোর্ট ট্যালবট কারখানার কোল-ফায়ার্ড ব্লাস্ট চুল্লি থেকে দূষণ ছড়ানো রোধ করা যায় ৷ পুরনো ব্লাস্ট ফার্নেসের বদলে স্টিল উৎপাদনে ইলেক্ট্রিক আর্ক ফার্সেন ব্যবহারের কথাও টাটা স্টিলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: অগস্টে 1000 কোটির আর্থিক লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে

তবে আরও জানা গিয়েছে, বেশকিছু শর্তের প্রেক্ষিতে যদি দু'পক্ষের মধ্যে এই চুক্তি সাক্ষর হয়ও তাহলেও কারখানার কয়েক হাজার কর্মী কাজ হারাতে পারেন ৷ বর্তমানে টাটার এই স্টিল প্ল্যান্টে প্রায় 4 হাজার কর্মী রয়েছেন ৷ (তথ্যসূত্র- পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details