লন্ডন, 3 সেপ্টেম্বর:ব্রিটেনের সাউথ ওয়েলসের পোর্ট ট্যালবট কারখানার জন্য সরকারি অর্থিক সাহায্য জোগাড়ের উদ্দেশ্যে সে দেশের সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে টাটা স্টিল ৷ জানা গিয়েছে, ব্রিটেনস্থিত টাটা স্টিলের এই কারখানাটির জন্য 500 মিলিয়ন পাউন্ড আর্থিক সাহায্য সে দেশের সরকারের থেকে জোগাড় করতে চাইছে ভারতীয় এই সংস্থাটি ৷ ব্রিটিশ মিডিয়াকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷ জানা গিয়েছে, এই বিষয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে ৷
সূত্রের খবর, এই বিষয়ে দু'পক্ষ একটি চুক্তি সই করার দিকে এগোচ্ছে ৷ সেই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে ব্রিটেনস্থিল তাদের এই স্টিল প্ল্যান্টটির জন্য বড় আর্থিক সাহায্য পাবে টাটা স্টিল ৷ যা কারখানাটির ভবিষ্যত সুরক্ষিত করার পাশাপাশি সেখানে কর্মরত বহু কর্মীর স্বার্থও সুরক্ষিত করবে ৷ এই বিষয়ে সংবাদসংস্থাকে টাটা স্টিলের মুখপাত্র জানিয়েছেন, সংস্থার তরফে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার বিষয়ে ৷ যাতে প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির মধ্যেই এই কারখানাটিতে কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায় ও স্টিল উৎপাদনে ডিকার্বনাইজেশনও বহাল থাকে ৷ সংস্থার দাবি, ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটিশ সরকারেরও উচিত কারখানার ডিকার্বনাইজেশনের জন্য সাহায্যে এগিয়ে আসা ও বিনিয়োগ করা ৷