পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Air India-Vistara Merger: 2024 মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার সংযুক্তিকরণ, ঘোষণা টাটাদের - টাটা গ্রুপ

2024 মার্চের (March 2024) মধ্যে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার সংযুক্তিকরণ হতে চলেছে (Air India-Vistara Merger)৷ এ কথা ঘোষণা করল টাটা গ্রুপ (Tata Group)৷

Tata Group announces merger of Air India and Vistara by March next year
2024 মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া-ভিস্তারার সংযুক্তিকরণ, ঘোষণা টাটাদের

By

Published : Nov 29, 2022, 7:15 PM IST

মুম্বই, 29 নভেম্বর: টাটাদের দুটি বিমানসংস্থা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ করা হচ্ছে (Air India-Vistara Merger)৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে টাটা গ্রুপ (Tata Group)৷ এর ফলে এয়ার ইন্ডিয়ার সম্মিলিত বিমানের সংখ্যা হবে 218টি ৷ এয়ার ইন্ডিয়া দেশের বৃহত্তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমানসংস্থায় পরিণত হবে ।

প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ভিস্তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হবে । সংযুক্তিকরণে লেনদেনের অংশ হিসাবে, এসআইএ এয়ার ইন্ডিয়াতে 2,059 কোটি টাকা বিনিয়োগ করবে । সংযুক্তির পর এসআইএ এয়ার ইন্ডিয়াতে 25.1 শতাংশ শেয়ারহোল্ডিং নিজেদের দখলে রাখবে । লেনদেনটি 2024 সালের মার্চের (March 2024) মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে ।

টাটা সন্সের সম্পূর্ণ মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ৷ টাটা সন্স, তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান টেলেস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে চলতি বছরের 27 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার 100 শতাংশ শেয়ার কিনে নেয় । টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড (SIA)-এর 51:49 যৌথ উদ্যোগের মালিকানাধীন ভিস্তারা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপে আন্তর্জাতিক উড়ান পরিষেবা দেয় ৷

আরও পড়ুন:2 মাসে এয়ার ইন্ডিয়ার পাইলট-কেবিন ক্রু পদের জন্য আবেদন জমা পড়ল 73,750+

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেছেন, "এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের বিমান সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই সফরে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক । আমরা প্রত্যেক গ্রাহকের জন্য সবসময় দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এয়ার ইন্ডিয়াকে পরিবর্তিত করছি । পরিবর্তনের অংশ হিসেবে, এয়ার ইন্ডিয়া তার নেটওয়ার্ক এবং ফ্লিট উভয়েরই বৃদ্ধি, তার গ্রাহকদের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে ।"

তিনি আরও বলেন, "আমরা একটি শক্তিশালী এয়ার ইন্ডিয়া তৈরির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে কম খরতে পূর্ণ-সেবা প্রদান করবে । পার্টনারশিপ চালিয়ে যাওয়ার জন্য আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details