মুম্বই, 29 নভেম্বর: টাটাদের দুটি বিমানসংস্থা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ করা হচ্ছে (Air India-Vistara Merger)৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে টাটা গ্রুপ (Tata Group)৷ এর ফলে এয়ার ইন্ডিয়ার সম্মিলিত বিমানের সংখ্যা হবে 218টি ৷ এয়ার ইন্ডিয়া দেশের বৃহত্তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমানসংস্থায় পরিণত হবে ।
প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ভিস্তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হবে । সংযুক্তিকরণে লেনদেনের অংশ হিসাবে, এসআইএ এয়ার ইন্ডিয়াতে 2,059 কোটি টাকা বিনিয়োগ করবে । সংযুক্তির পর এসআইএ এয়ার ইন্ডিয়াতে 25.1 শতাংশ শেয়ারহোল্ডিং নিজেদের দখলে রাখবে । লেনদেনটি 2024 সালের মার্চের (March 2024) মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে ।
টাটা সন্সের সম্পূর্ণ মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ৷ টাটা সন্স, তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান টেলেস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে চলতি বছরের 27 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার 100 শতাংশ শেয়ার কিনে নেয় । টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড (SIA)-এর 51:49 যৌথ উদ্যোগের মালিকানাধীন ভিস্তারা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপে আন্তর্জাতিক উড়ান পরিষেবা দেয় ৷