পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

RBI Governor on Indian Economy: 2023 সালে ভারত দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যে থাকবে: রিজার্ভ ব্যাংকের গভর্নরের - RBI Governor

2023 সালে ভারত দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যেই থাকবে বলে দাবি করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ ভারতীয় অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করেছে বলে জানান তিনি ৷

RBI Governor
RBI Governor

By

Published : Jun 13, 2023, 7:45 PM IST

নয়াদিল্লি, 13 জুন: দেশ 2023 সালে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যেই থাকবে ৷ মঙ্গলবার এমনই দাবি করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস । তিনি বলেন, গত কয়েক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা দ্বারা চালিত হয়েছে ৷ ভারতীয় অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করেছে এবং কয়েক বছর ধরে ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির সঙ্গে মিশে গিয়েছে বলে জানান আরবিআই-এর গভর্নর ৷

শক্তিকান্ত দাস আজ লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা আয়োজিত গ্রীষ্মকালীন সভার উদ্বোধনী পূর্ণাঙ্গ ভাষণে এই মন্তব্য করেন । তিনি বলেছেন, "বিগত কয়েক বছরে বিশ্বজুড়ে যখন তীব্র মন্দা চলেছে, তার মধ্যে ভারতের বৃদ্ধি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, বিশেষ করে ব্যক্তিগত খরচ এবং বিনিয়োগের দ্বারা চালিত হয়েছে ৷" 2023-24-এ দেশের জিডিপি 6.5 শতাংশ হবে বলে আশাপ্রকাশ করেছেন শক্তিকান্ত দাস । তিনি বলেন, সমস্ত সম্ভাবনায় দেখা গিয়েছে যে, ভারত 2023 সালে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যে থাকবে ।

সম্প্রতি জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) দ্বারা প্রকাশিত অস্থায়ী অনুমান অনুসারে, 2022-23 সালের জন্য দেশের প্রকৃত আর্থিক বৃদ্ধি 7.2 শতাংশে দাঁড়িয়েছে ৷ যা 7 শতাংশের থেকে বেশিই হবে বলে আগেই অনুমান করা হয়েছিল । শক্তিশালী বিশ্বব্যাপী মন্দা ও কঠোর অভ্যন্তরীণ আর্থিক নীতি সত্ত্বেও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা 2023-24 সালে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ৷

আরও পড়ুন:রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক, ঘোষণা শক্তিকান্ত দাসের

নিয়ন্ত্রক এবং তদারকি উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন, সর্বশেষ সুপারভাইজারি ডেটা নির্দেশ করে যে, সমস্ত ব্যাংক বিভিন্ন বিচক্ষণ প্রয়োজনীয়তা সফল ভাবে পূরণ করেছে । তাঁর কথায়, "স্ট্রেস পরীক্ষাগুলি ইঙ্গিত করে যে, গুরুতর চাপের পরিস্থিতিতেও, ভারতীয় ব্যাংকগুলি ন্যূনতম প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সক্ষম হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details