নয়াদিল্লি, 13 জুন: দেশ 2023 সালে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যেই থাকবে ৷ মঙ্গলবার এমনই দাবি করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস । তিনি বলেন, গত কয়েক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা দ্বারা চালিত হয়েছে ৷ ভারতীয় অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করেছে এবং কয়েক বছর ধরে ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির সঙ্গে মিশে গিয়েছে বলে জানান আরবিআই-এর গভর্নর ৷
শক্তিকান্ত দাস আজ লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা আয়োজিত গ্রীষ্মকালীন সভার উদ্বোধনী পূর্ণাঙ্গ ভাষণে এই মন্তব্য করেন । তিনি বলেছেন, "বিগত কয়েক বছরে বিশ্বজুড়ে যখন তীব্র মন্দা চলেছে, তার মধ্যে ভারতের বৃদ্ধি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, বিশেষ করে ব্যক্তিগত খরচ এবং বিনিয়োগের দ্বারা চালিত হয়েছে ৷" 2023-24-এ দেশের জিডিপি 6.5 শতাংশ হবে বলে আশাপ্রকাশ করেছেন শক্তিকান্ত দাস । তিনি বলেন, সমস্ত সম্ভাবনায় দেখা গিয়েছে যে, ভারত 2023 সালে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যে থাকবে ।