নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর:বৃহস্পতিবার অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন, অগস্ট মাসে জিএসটি (GST) থেকে সংগ্রহ 28 শতাংশ বেড়ে 1.43 লক্ষ কোটি টাকা হয়েছে । অগস্ট ধরে টানা 6 মাস জিএসটি থেকে 1.4 লক্ষ কোটি টাকারও বেশি সংগ্রহল হল (Goods and Services Tax) । "অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি এর ফলে রাজস্ব আদায়ের বিষয়টিও ইতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে ৷
GST: অগস্ট মাসে জিএসটি থেকে সংগ্রহ বাড়ল 28 শতাংশ - Finance Ministry
জিএসটি (Goods and Services Tax) অগস্টে টানা ষষ্ঠ মাসে 1.4 লক্ষ কোটি টাকার উপরে দাঁড়িয়েছে । "অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে মিলিত উন্নত রিপোর্টিং জিএসটি রাজস্বের উপর ধারাবাহিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে ৷
আরও পড়ুন: লাফিয়ে বাড়ল আর্থিক বৃদ্ধির হার, প্রত্যাশার থেকে কম বলছেন বিশেষজ্ঞরা
মন্ত্রকের মতে, 2022 সালের অগস্ট মাসে মোট জিএসটি রাজস্ব সংগৃহীত ছিল 1,43,612 কোটি টাকা যারমধ্যে কেন্দ্রীয় জিএসটি ছিল 24,710 কোটি টাকা ৷ রাজ্য জিএসটি 30,951 কোটি টাকা এবং ইন্টিগ্রেটেড জিএসটি 77,0 782 কোটি টাকা এবং 10,168 কোটি টাকা (Including Rs 1,018 crore collected on import of goods)। অগস্ট 2022-এর রাজস্ব 2021-এর থেকে জিএসটি রাজস্ব 1,12,020 কোটি টাকার 28 শতাংশ বৃদ্ধি পেয়েছে (GST revenue collected in August 2022)।