পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Provisional GDP Growth of India: আশাতীত আর্থিক বৃদ্ধির হার ইতিবাচক, মত বিশেষজ্ঞদের

গত আর্থিক বছরে ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার 7.2 শতাংশ ৷ বুধবারই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আশাতীত এই বৃদ্ধির প্রভাব ইতিবাচক হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের ৷

Provisional GDP Growth of India
Provisional GDP Growth of India

By

Published : Jun 1, 2023, 5:33 PM IST

নয়াদিল্লি, 1 জুন: 2022-23 আর্থিক বছরে ভারতের অস্থায়ী জিডিপি বৃদ্ধি সাত শতাংশ বা তার নিচে থাকবে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ কিন্তু গত আর্থিক বছরে ভারতের অস্থায়ী জিডিপি বৃদ্ধি সেই বিশেষজ্ঞদের বিস্মিত করেছে ৷ জিডিপির ক্ষেত্রে গত আর্থিক বছরের এই পরিসংখ্যানের অর্থ হল ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিকূল অর্থনৈতিক প্রভাব-সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং কোভিড অতিমারীর নেতিবাচক প্রভাব কমে যাওয়ার পর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি আবার সঠিক পথে ফিরে এসেছে ৷

2023 এর জানুয়ারি থেকে মার্চ, গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে রফতানির হার বৃদ্ধি ও আমদানির হার কমে যাওয়ার কারণেই আর্থিক বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে ৷ এর ফলে চতুর্থ ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধি 6.1 শতাংশ করতে সাহায্য করেছে ৷ জিডিপির এই বৃদ্ধি বাজারের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ।

ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চের প্রিন্সিপাল ইকোনমিস্ট সুনীল সিনহার মতে, গত অর্থবর্ষে বেসরকারি খরচ অনেক কম ছিল ৷ সেটা একটা সমস্যার কারণ ৷ বর্তমানে সেই চাহিদার পুনরুদ্ধার ইংরেজি কে অক্ষরের মতো হচ্ছে । সিনহা ইটিভি ভারতকে বলেন, “2023 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে আবারও পিএফসিই বৃদ্ধিতে একই জিনিস প্রতিফলিত হয়েছে ৷ এর পরিমাণ 2.8 শতাংশ ৷ 2020 অর্থবর্ষের পরে চতুর্থ ত্রৈমাসিকে এটা দ্বিতীয় সর্বনিম্ন বৃদ্ধি ।’’

আরও পড়ুন:পূর্বাভাস ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশে, টুইট প্রধানমন্ত্রীর

সিনহার মতে, মুদ্রাস্ফীতি কমার সঙ্গে সঙ্গে বেসরকারি খরচ বৃদ্ধি কিছুটা গতি পাবে বলে আশা করা হচ্ছে । তাঁর পর্যবেক্ষণ, “কিন্তু উচ্চ আয়ের সীমায় যাঁরা পড়েন, তাঁদের দ্বারা পণ্য ও পরিষেবার চাহিদা বর্তমান খরচের চাহিদার উপর তির্যক প্রভাব ফেলছে ৷ ফলে বিস্তারিত খরচ পুনরুদ্ধার তাই এখনও কিছু দূরে ৷"

রেটিং এজেন্সির মতে, 2023 এর চতুর্থ ত্রৈমাসিকে জিএফসিএফ-এ ওয়াই ও ওয়াই বৃদ্ধি ছিল 8.9 শতাংশ ৷ সব মিলিয়ে ওই আর্থিক বছরে এর হার ছিল 11.4 শতাংশ৷ ক্যাপেক্সের উপর সরকারের নজরই এই বৃদ্ধির প্রতিফলন ৷ সিনহা জানিয়েছেন, 2022 আর্থিক বছরে জিএফসিএফ 14.6 শতাংশ ছিল ৷ তার উপর ভিত্তি করে এই 11.4 শতাংশ বৃদ্ধি খুবই আনন্দের ৷

তিনি বলেন, ‘‘কর্পোরেট সেক্টরের ক্যাপিটাল এক্সপেনডিচারেরর অনুপস্থিতিতে, নিঃসন্দেহে এই বৃদ্ধি পুনরুদ্ধারের যে প্রক্রিয়া চালু আছে, তার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে ৷ তবে ইন্ডিয়া রেটিং বিশ্বাস করে যে ভারতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদি বৃদ্ধি ও পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য বেসরকারি কর্পোরেট সেক্টরের ক্যাপিটাল এক্সপেনডিচারেরর পুনরুজ্জীবন অপরিহার্য ।’’

আরও পড়ুন:ভারতে 2026-27 সালের মধ্যে ইউপিআই লেনদেন পৌঁছবে 1 বিলিয়নে

গত আর্থিক বছরের অন্য আরেকটি উৎসাহজনক বৈশিষ্ট্য হল রফতানি যা বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও চতুর্থ ত্রৈমাসিকে প্রায় 12 শতাংশ এবং বছরে 13.6 শতাংশ বৃদ্ধি দেখিয়েছে ৷ 2021-22 অর্থবর্ষে রফতানি বৃদ্ধি অনুমান করা হয়েছিল 24.3 শতাংশ । যাই হোক, সারা বিশ্বে বৃদ্ধিতে মন্দার কারণে এটি এগিয়ে যেতে পারে না । সাম্প্রতিক মাসিক রফতানির তথ্য তার ইঙ্গিত দিচ্ছে ।

সরবরাহের দিক থেকে চতুর্থ ত্রৈমাসিকে বছরে 5.5 শতাংশ হারে কৃষিক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৷ এই ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি 4 শতাংশ অনুমান করা হয়েছিল ৷ যা পূর্ববর্তী অর্থবর্ষে 3.3 শতাংশ ছিল । অন্যদিকে শিল্পখাতে চতুর্থ ত্রৈমাসিকে 6.3 শতাংশ হারে বৃদ্ধি হয়েছে ৷ আর 2022-23 আর্থিক বছরে সামগ্রিকভাবে 4.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে । কিন্তু চতুর্থ ত্রৈমাসিকে উৎপাদন শিল্পে 4.5 শতাংশের মাঝারি বৃদ্ধি রেকর্ড হয়েছে ৷ কিন্তু বছরের জন্য সামগ্রিক বৃদ্ধি ছিল মাত্র 1.3 শতাংশ । শিল্প নির্মাণ ও বিদ্যুৎ বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্য বিভাগের মধ্যে ভালো ফল করেছে ।

জিডিপির তথ্য অনুসারে, দেশের জিডিপির বৃহত্তম উপাদান হল পরিষেবার ক্ষেত্র ৷ এই ক্ষেত্রে গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে 6.9 শতাংশ ও পুরো অর্থবর্ষে 9.5 শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বৃদ্ধির হার কমছিল ৷ সেখানে এবারও একই পরিস্থিতি তৈরি রয়েছে ৷ এছাড়া পরিষেবা, বাণিজ্য, হোটেল, পরিবহণ ও যোগাযোগের ক্ষেত্রগুলিতে 2023 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে 9.1 শতাংশ ও সামগ্রিকভাবে 14 শতাংশ বৃদ্ধি হয়েছে ৷

আরও পড়ুন:9 মাসে আরবিআই-এর বিদেশি মুদ্রার ভান্ডারের পরিমাণ সর্বোচ্চ

অন্যদিকে আরও কিছুক্ষেত্রে বৃদ্ধির হার বেশ ভালো ৷ তবে আগামিদিনের পথও খুব সহজ হবে না বলেও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details