নয়াদিল্লি, 13 সপ্টেম্বর:তাঁরা কি বিমা করানোর যোগ্য ? বিভিন্ন বিমার পলিসির (Best insurance policies) কথা সামনে এলে এই প্রশ্নই ঘোরাফেরা করে বয়ষ্কদের মধ্যে ৷ তবে বিষয়টি নির্ভর করে তাঁরা কী ধরনের বিমার কভারেজ চাইছেন তার উপর ৷ পলিসি (Insurance policies) নেওয়ার আগে সবার প্রথমে তাঁদের চাহিদাগুলির মূল্যায়ন করা উচিত । বার্ষিক পলিসি প্রবীণ নাগরিকদের জন্য উপযোগী হতে পারে । সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ মেয়াদি নীতিগুলি পাওয়া তাঁদের পক্ষে কিছুটা কঠিন । কোনও স্বাস্থ্য সমস্যা না থাকলে, উচ্চ প্রিমিয়াম দিয়ে পলিসি নেওয়া যেতে পারে । এমনকী যদি কেউ আগে থেকেই কোনও রোগে ভোগেন, তবে প্রিমিয়ামে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে ৷ শুধুমাত্র বিশেষ কিছু পরিস্থিতিতে, একটি বিমা কোম্পানি পলিসি অস্বীকার করে । সুতরাং, বার্ধক্য থাকা সত্ত্বেও, প্রবীণদের বিমা করানো উচিত ৷
জীবন বিমার পলিসি বেছে নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত । জীবন বিমা পলিসিতে প্রচুর বৈচিত্র্য রয়েছে । কয়েকটি শুধুমাত্র সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ ৷ আবার কয়েকটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপযোগী । কিছু পলিসি অবসর গ্রহণের পরে পেনশন প্রদান করে । অন্যান্য কিছু নীতি শেয়ার বাজারের উপর নির্ভর করে । আবার এমন কিছু পলিসি রয়েছে যা জীবনব্যাপী সুরক্ষা দেয় ।
একই সময়ে একটি নির্দিষ্ট পলিসিকে ভিন্ন বিভাগে অন্য পলিসির সঙ্গে তুলনা করা যাবে না । সাধারণত জীবন বিমা পলিসি দীর্ঘমেয়াদি হয় । সেগুলি পলিসি হোল্ডারদের প্রদত্ত প্রিমিয়ামের উপর কর ছাড় দেয় । পলিসি হোল্ডারদের সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলে তার ক্ষতিপূরণও দেয় । বিনিয়োগ-ভিত্তিক পলিসিতে এই ধরনের সুবিধা থাকে না ।