পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Insurance Policies: অনিশ্চিত জীবনের সুরক্ষায় সেরা বিমা পলিসি - বিমা পলিসি

অনিশ্চিত জীবনের সুরক্ষায় জীবন বিমা পলিসির (Best insurance policies) দিকেই ঝোঁকেন অনেকে ৷ বিমার সবদিক যাচাই করে, নিজের সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করে বিমা করা উচিত ৷

best-insurance-policies-to-safeguard-against-uncertainties-of-life
অনিশ্চিত জীবনের সুরক্ষায় সেরা বিমা পলিসি

By

Published : Sep 13, 2022, 5:34 PM IST

নয়াদিল্লি, 13 সপ্টেম্বর:তাঁরা কি বিমা করানোর যোগ্য ? বিভিন্ন বিমার পলিসির (Best insurance policies) কথা সামনে এলে এই প্রশ্নই ঘোরাফেরা করে বয়ষ্কদের মধ্যে ৷ তবে বিষয়টি নির্ভর করে তাঁরা কী ধরনের বিমার কভারেজ চাইছেন তার উপর ৷ পলিসি (Insurance policies) নেওয়ার আগে সবার প্রথমে তাঁদের চাহিদাগুলির মূল্যায়ন করা উচিত । বার্ষিক পলিসি প্রবীণ নাগরিকদের জন্য উপযোগী হতে পারে । সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ মেয়াদি নীতিগুলি পাওয়া তাঁদের পক্ষে কিছুটা কঠিন । কোনও স্বাস্থ্য সমস্যা না থাকলে, উচ্চ প্রিমিয়াম দিয়ে পলিসি নেওয়া যেতে পারে । এমনকী যদি কেউ আগে থেকেই কোনও রোগে ভোগেন, তবে প্রিমিয়ামে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে ৷ শুধুমাত্র বিশেষ কিছু পরিস্থিতিতে, একটি বিমা কোম্পানি পলিসি অস্বীকার করে । সুতরাং, বার্ধক্য থাকা সত্ত্বেও, প্রবীণদের বিমা করানো উচিত ৷

জীবন বিমার পলিসি বেছে নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত । জীবন বিমা পলিসিতে প্রচুর বৈচিত্র্য রয়েছে । কয়েকটি শুধুমাত্র সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ ৷ আবার কয়েকটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপযোগী । কিছু পলিসি অবসর গ্রহণের পরে পেনশন প্রদান করে । অন্যান্য কিছু নীতি শেয়ার বাজারের উপর নির্ভর করে । আবার এমন কিছু পলিসি রয়েছে যা জীবনব্যাপী সুরক্ষা দেয় ।

একই সময়ে একটি নির্দিষ্ট পলিসিকে ভিন্ন বিভাগে অন্য পলিসির সঙ্গে তুলনা করা যাবে না । সাধারণত জীবন বিমা পলিসি দীর্ঘমেয়াদি হয় । সেগুলি পলিসি হোল্ডারদের প্রদত্ত প্রিমিয়ামের উপর কর ছাড় দেয় । পলিসি হোল্ডারদের সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলে তার ক্ষতিপূরণও দেয় । বিনিয়োগ-ভিত্তিক পলিসিতে এই ধরনের সুবিধা থাকে না ।

আরও পড়ুন:অযাচিত ঋণ ফাঁদের সমান, হতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার কারণ

ইউনিট-লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান (ইউলিপ) জীবন সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ - উভয় ক্ষেত্রেই উপযোগী ৷ নতুন ইউলিপ (ULIP) প্ল্যানে প্রিমিয়ামের অর্থ তুলনামূলকভাবে কম । যদি অপ্রত্যাশিত খরচ এসে যায় তাহলে আমরা তার থেকে আংশিক অর্থ তুলেও নিতে পারি । পলিসি হোল্ডাররা যখন সঞ্চিত অর্থ দাবি করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, তখন তাঁদের কী করা উচিত ? বিমা সংস্থা ক্ষতিপূরণ দিতে না চাইলে কী করবেন ? একটি বিমা কোম্পানির মূল নীতি হল পলিসি হোল্ডারদের কিছু ঘটলে পলিসিতে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা ।

একটি পলিসি হল পলিসি হোল্ডার ও কোম্পানির মধ্যে বিশ্বাসের একটি চুক্তি । সুতরাং পলিসি গ্রহণকারী ব্যক্তির সমস্ত প্রয়োজনীয় বিবরণ দেওয়া করা উচিত । স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি এবং অভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে শেয়ার করতে হবে । প্রিমিয়ামের পেমেন্ট কোনও ডিফল্ট ছাড়াই নিয়মিত হওয়া উচিত । এই সমস্ত বিবরণ সঠিকভাবে দেওয়া হলে, কিছু ঘটলে ক্ষতিপূরণ দিতে কোনও বিলম্ব হবে না । আজকের ডিজিটাল যুগে, পেমেন্টের ক্লেইম অনেক বেশি দ্রুত এবং ঝামেলামুক্ত ।

ABOUT THE AUTHOR

...view details