হায়দরাবাদ, 14 জুন: দুর্ঘটনা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিপদে পড়লে বড় স্বস্তি দেয় বিমা ৷ তবে বেশিরভাগ মানুষ এখন স্বাস্থ্য বিমা নেওয়ার সময় কম প্রিমিয়ামযুক্ত পলিসি বেছে নেন । কিন্তু বর্তমান প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত টাকার বিমা পলিসি নেওয়া উচিত । এমনকী কমপ্রিহেনসিভ বা ব্যাপক স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও সুবিধাগুলি সীমিত থাকতে পারে । এই সময়েই আপনার কাজে আসবে পরিপূরক বা সাপ্লিমেন্টরি পলিসিগুলি ৷
একটি স্বাস্থ্য বিমা নেওয়ার সময় পলিসির টাকাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় । এর জন্য প্রয়োজনীয় অ্যাড-অন ও রাইডারও নিতে হবে । অনেক সংস্থা এখন একটি কমপ্রিহেনসিভ স্বাস্থ্য বিমা পলিসিতে অতিরিক্ত কভারেজ অফার করে । অতিরিক্ত পলিসি (অ্যাড-অন) হল, কিছু বিশেষ পলিসি যা মৌলিক বা বেসিক স্বাস্থ্য বিমার সঙ্গে নিতে পারেন । এই পলিসিগুলি তখনই কাজে আসে যখন বিমা নেওযা ব্যক্তির কিছু প্রয়োজন থাকে । এগুলোর জন্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে । ব্যক্তিগত এবং পারিবারিক ফ্লোটার নীতি-সহ যে কেউ এই অ্যাড-অন কভারেজগুলি নিতে পারেন ।
আরও পড়ুন:চিকিৎসার মূল্যস্ফীতিকে হারাতে স্বাস্থ্য বিমা থাকা খুবই জরুরি
ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) নিয়ম অনুসারে, সাপ্লিমেন্ট বা রাইডারদের জন্য প্রিমিয়াম ধার্য নীতির 30 শতাংশের বেশি হওয়া উচিত নয় । দেখে নিন কিছু প্রধান অধিভুক্ত বা আফিলিয়েট পলিসি:
গুরুতর অসুস্থতা কভার: সাধারণত স্বাস্থ্য বিমা পলিসি সব ধরনের চিকিৎসা কভার করে । এই ক্ষেত্রে প্রশ্ন ওঠে কেন গুরুতর অসুস্থতা বিশেষভাবে কভার করে ? স্ট্যান্ডার্ড পলিসি শুধুমাত্র চিকিৎসা খরচ কভার করে ৷ গুরুতর অসুস্থতার ক্ষেত্রে একবারে বড় অংকের অর্থ প্রদান করবেন না । ক্রিটিক্যাল ইলনেস কভার নেওয়ার সময় যদি পলিসিধারকের কোনো গুরুতর অসুস্থতা ধরা পড়ে, তাহলে অবিলম্বে পলিসির মূল্য অনুযায়ী সেই পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করবে । এটি শুধুমাত্র পলিসিতে উল্লেখ করা রোগের ক্ষেত্রে প্রযোজ্য ।