পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Supplementary Health Insurance Policy: স্বাস্থ্য বিমার সঙ্গে অতিরিক্ত সুরক্ষা দেয় সাপ্লিমেন্টরি পলিসি - সাপ্লিমেন্টরি পলিসি

বেশিরভাগ লোক স্বাস্থ্য বিমা পলিসি নেওয়ার সময় কম প্রিমিয়ামের কথা ভাবেন ৷ কিন্তু আপনি একবার হাসপাতালে ভরতি হয়ে গেলে আপনি স্বাস্থ্য বিমা পলিসির সুবিধাগুলি বুঝতে পারবেন । তাই দেরি না করে অবিলম্বে একটি স্বাস্থ্য বিমা পলিসি নিন । কিন্তু এটি ছাড়াও সাপ্লিমেন্টরি পলিসি নিলে তা আপনাকে অতিরিক্ত সুবিধা দেবে ।

Health Insurance Policy
স্বাস্থ্য বিমা

By

Published : Jun 14, 2023, 12:31 PM IST

হায়দরাবাদ, 14 জুন: দুর্ঘটনা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিপদে পড়লে বড় স্বস্তি দেয় বিমা ৷ তবে বেশিরভাগ মানুষ এখন স্বাস্থ্য বিমা নেওয়ার সময় কম প্রিমিয়ামযুক্ত পলিসি বেছে নেন । কিন্তু বর্তমান প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত টাকার বিমা পলিসি নেওয়া উচিত । এমনকী কমপ্রিহেনসিভ বা ব্যাপক স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও সুবিধাগুলি সীমিত থাকতে পারে । এই সময়েই আপনার কাজে আসবে পরিপূরক বা সাপ্লিমেন্টরি পলিসিগুলি ৷

একটি স্বাস্থ্য বিমা নেওয়ার সময় পলিসির টাকাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় । এর জন্য প্রয়োজনীয় অ্যাড-অন ও রাইডারও নিতে হবে । অনেক সংস্থা এখন একটি কমপ্রিহেনসিভ স্বাস্থ্য বিমা পলিসিতে অতিরিক্ত কভারেজ অফার করে । অতিরিক্ত পলিসি (অ্যাড-অন) হল, কিছু বিশেষ পলিসি যা মৌলিক বা বেসিক স্বাস্থ্য বিমার সঙ্গে নিতে পারেন । এই পলিসিগুলি তখনই কাজে আসে যখন বিমা নেওযা ব্যক্তির কিছু প্রয়োজন থাকে । এগুলোর জন্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে । ব্যক্তিগত এবং পারিবারিক ফ্লোটার নীতি-সহ যে কেউ এই অ্যাড-অন কভারেজগুলি নিতে পারেন ।

আরও পড়ুন:চিকিৎসার মূল্যস্ফীতিকে হারাতে স্বাস্থ্য বিমা থাকা খুবই জরুরি

ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) নিয়ম অনুসারে, সাপ্লিমেন্ট বা রাইডারদের জন্য প্রিমিয়াম ধার্য নীতির 30 শতাংশের বেশি হওয়া উচিত নয় । দেখে নিন কিছু প্রধান অধিভুক্ত বা আফিলিয়েট পলিসি:

গুরুতর অসুস্থতা কভার: সাধারণত স্বাস্থ্য বিমা পলিসি সব ধরনের চিকিৎসা কভার করে । এই ক্ষেত্রে প্রশ্ন ওঠে কেন গুরুতর অসুস্থতা বিশেষভাবে কভার করে ? স্ট্যান্ডার্ড পলিসি শুধুমাত্র চিকিৎসা খরচ কভার করে ৷ গুরুতর অসুস্থতার ক্ষেত্রে একবারে বড় অংকের অর্থ প্রদান করবেন না । ক্রিটিক্যাল ইলনেস কভার নেওয়ার সময় যদি পলিসিধারকের কোনো গুরুতর অসুস্থতা ধরা পড়ে, তাহলে অবিলম্বে পলিসির মূল্য অনুযায়ী সেই পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করবে । এটি শুধুমাত্র পলিসিতে উল্লেখ করা রোগের ক্ষেত্রে প্রযোজ্য ।

ব্যক্তিগত দুর্ঘটনা বিমা: দুর্ঘটনা স্বাস্থ্য বিমা সঙ্গে সঙ্গে কাজে লাগাতে পারেন । তবে শুধুমাত্র হাসপাতালে ভরতির সময় যে খরচ হয় তা স্বাস্থ্য বিমার আওতায় পড়ে । যদি দুর্ঘটনার ফলে পলিসি হোল্ডারের আংশিক বা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যায় তাহলে আর্থিক নিরাপত্তা পান না । এ ক্ষেত্রে একটি ব্যক্তিগত দুর্ঘটনা বিমা রাইডার সাহায্য করে । দুর্ঘটনায় মৃত্যু হলে মনোনীত ব্যক্তি পলিসির টাকা পাবেন ।

আরও পড়ুন:চিকিৎসা খরচ সামলাতে চাই সঠিক স্বাস্থ্য পলিসি

প্রত্যকদিনের হাসপাতাল খরচ: পলিসিধারীরা হাসপাতালে ভরতির দিন থেকে যদি খরচের জন্য নগদ টাকা দিতে চান ৷ তাহলে সেক্ষেত্রে হাসপাতালের নগদ কভার পলিসি নিতে পারেন । এই সুবিধা পাওয়ার জন্য বিমা করা ব্যক্তিকে কমপক্ষে 24 ঘণ্টা হাসপাতালে থাকতে হবে । হাসপাতালে ভরতির তারিখ থেকে একটানা 14 দিন, পলিসির বছরে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত প্রতিদিন এক হাজার টাকা হারে ক্ষতিপূরণ পাওয়া যায় ।

মাতৃত্বকালীন খরচ: কিছু স্বাস্থ্য বিমা কোম্পানি ফ্যামিলি ফ্লোটার পলিসির অধীনে মাতৃত্বের খরচ কভার করে । জন্ম সংক্রান্ত যাবতীয় খরচ এবং নবজাতক শিশুর চিকিৎসার খরচ কভার করা হয় । এর জন্য মাতৃত্বকালীন কভার নিতে হবে । কিছু পলিসি সংস্থা টাকা দিতে দেরি করে ।

আরও পড়ুন:স্বাস্থ্য বিমায় ওয়েটিং পিরিয়ড কী, জেনে নিন এর সুবিধা-অসুবিধা

টপ-আপ: যখন আপনার বিদ্যমান স্বাস্থ্য বিমা পলিসির সীমা সর্বোচ্চে পৌঁছে যায় তখন অতিরিক্ত টাকা দেওয়ার জন্য একটি টপ-আপ পলিসি নেওয়া যেতে পারে । একটি টপ-আপ পলিসি বিমার পরিমাণ বাড়ানোর জন্য উপযোগী এবং টপ-আপের ক্ষেত্রে প্রিমিয়াম একটু কম । পরিপূরক পলিসিগুলি বেছে নেওয়ার সময় আপনার প্রয়োজনগুলি জানুন । সব পলিসি নেওয়ার চেষ্টা করা ভালো নয় ৷ এটা আর্থিকভাবে কঠিন হয়ে পড়ে । তাই, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্সের ভাইস-প্রেসিডেন্ট কোথা কার্তিক জানান, পলিসি সম্পর্কে সম্পূর্ণ জেনে তারপর সঠিক সিদ্ধান্ত নিন ।

ABOUT THE AUTHOR

...view details