দিল্লি, 9 অক্টোবর: এতদিন পর্যন্ত বিনামূল্যেই ফোন করা যেত ৷ কিন্তু এবার থেকে আর নয় ৷ অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলেই টাকা গুনতে হবে জিও গ্রাহকদের ৷ প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোন করলেই প্রতি মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহকদের ৷
অন্য নেটওয়ার্কে ফোন করলেই টাকা দিতে হবে জিও গ্রাহকদের - মুকেশ আম্বানি
IUC অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাচ্ছে জিও
IUC অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাচ্ছে জিও ৷ এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা সমস্ত কলের ক্ষেত্রে বিনামূল্যে পরিষেবা দিত ৷ যদিও গ্রাহকদের থেকে প্রতি মিনিটে অন্য নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে টাকা নিলেও তা পূরণ করে দেবে জিও৷ বিনিময়ে ওই টাকায় ডেটা ফেরত দেবে মুকেশ আম্বানির সংস্থা ৷
জিও গ্রাহকরা জিও নেটওয়ার্কে ফোন করলে, কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন করলে যদিও এই নিয়ম কার্যকর হবে না ৷ নতুন এই নিয়মের কারণ হিসেবে জিও জানিয়েছে IUC-তে লোকসানের কথা ৷ IUC হিসেবে প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে ফোনের ক্ষেত্রে গত তিন বছরে তাদের প্রায় 13,500 কোটি দিতে হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে জিও৷