পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

আত্মনির্ভর হওয়ার দিশা দেখছেন মোদি, 'শিল্পপতিদের বাজেট'; কটাক্ষ ইয়েচুরির - সীতারাম ইয়েচুরি

2021-22 সালের কেন্দ্রীয় বাজেটের দরাজ প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, দারুণ বাজেট হয়েছে। তবে সীতারাম ইয়েচুরির দাবি, এটা শিল্পপতিদের বাজেট। সাধারণ মানুষের বাজেট নয়।

Union Budget 2021 reactions, Superb says Rajnath Singh, sitaram Yechury quips only for industrialists
'যতই প্রশংসা করা যাক তা কম', উচ্ছ্বসিত রাজনাথ! 'শিল্পপতিদের বাজেট', কটাক্ষ ইয়েচুরির

By

Published : Feb 1, 2021, 5:19 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2021-22 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, দারুণ বাজেট হয়েছে। এর যতই প্রশংসা করা যাক, তা কম হবে। তবে বামেদের দাবি, এটা শিল্পপতিদের বাজেট।

সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ''এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এটা শিল্পপতিদের জন্য। যাঁরা আরও লাভবান হতে চান, তাঁদের জন্য এই বাজেট। আত্মনির্ভর ভারতের নামে সরকার প্রতিরক্ষা ক্ষেত্র থেকে শুরু করে তেল, গ্যাস পাইপলাইন, বিমানবন্দর ও রেলওয়েতে বেসরকারিকরণ করে দেশের সম্পদ বেচে দিচ্ছে। বেসরকারি ক্ষেত্রের কাছে সবকিছুই বিক্রি করে দেওয়া হচ্ছে।''

তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর দাবি, মানুষ এর আগে এরকম বাজেট আশা করেননি। কারণ, এর আগেই সরকার পাঁচটা মিনি-বাজেট পেশ করেছে। বহু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তারই একটা অংশ আত্মনির্ভর ভারতও। এটা দারুণ বাজেট। এর যতই প্রশংসা করা হোক, তা কম হবে।''

আরও পড়ুন:ভেকধারী সরকারের ভেকধারী বাজেট, কেন্দ্রকে আক্রমণ মমতার

একই সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও। তিনি বলেছেন, এই বাজেট দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে আত্মনির্ভর হিসেবে তুলে ধরবে। এই বাজেটে সমাজের প্রতিটি স্তরের জন্য কিছু না কিছু রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details