দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2021-22 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, দারুণ বাজেট হয়েছে। এর যতই প্রশংসা করা যাক, তা কম হবে। তবে বামেদের দাবি, এটা শিল্পপতিদের বাজেট।
সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ''এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এটা শিল্পপতিদের জন্য। যাঁরা আরও লাভবান হতে চান, তাঁদের জন্য এই বাজেট। আত্মনির্ভর ভারতের নামে সরকার প্রতিরক্ষা ক্ষেত্র থেকে শুরু করে তেল, গ্যাস পাইপলাইন, বিমানবন্দর ও রেলওয়েতে বেসরকারিকরণ করে দেশের সম্পদ বেচে দিচ্ছে। বেসরকারি ক্ষেত্রের কাছে সবকিছুই বিক্রি করে দেওয়া হচ্ছে।''