দিল্লি, 11 মার্চ : স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ৷ এই সুদের হার গতকাল ( 10 মার্চ) থেকে লাগুর কথা জানিয়েছে SBI ৷ এর আগে 10 ফেব্রুয়ারি স্থায়ী আমানতে তারা সুদের হার কমিয়েছিল ৷
স্থায়ী আমানতে নতুন সুদের হার অনুযায়ী, 7-45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদ হচ্ছে 4 শতাংশ ৷ যা আগে ছিল 4.5 শতাংশ ৷ এক বছর থেকে 5 বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে নতুন সুদের হার 5.9 শতাংশ ৷ আগে ছিল 6 শতাংশ ৷ আর 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হচ্ছে 5.9 শতাংশ ৷ এই সুদের হারও ছিল 6 শতাংশ ৷ সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷