নয়াদিল্লি, 17 মার্চ :আগামী দু’বছরে 10 হাজার কর্মী ছাঁটাই করবে নোকিয়া ৷ সংস্থার তরফে একথা ঘোষণা করে জানানো হয়েছে, পরিকাঠামো ও অর্থনৈতিক পুনর্বিন্যাসের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যার মধ্যে ভবিষ্যতে 5জি পরিষেবা চালু এবং ডিজিট্যাল পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিষয়টিও রয়েছে ৷
কর্তৃপক্ষের আশা, কর্মী ছাঁটাইয়ের ফলে 2023 সালের মধ্যেই সংস্থার ন্যূনতম খরচ প্রায় 600 মিলিয়ন ইউরো কমে যাবে ৷ আর এই টাকা ব্য়বহার করা হবে পরিকাঠামো উন্নয়ন এবং বাকি কর্মীদের বেতন বাড়ানোর খাতে ৷
সংস্থার তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পরিকাঠামোকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা করা হয়েছে, সেই মোতাবেক, আগামী 18 থেকে 24 মাসের মধ্যে গোটা সংস্থায় 80 থেকে 85 হাজার কর্মী থাকার কথা ৷ অথচ বর্তমানে রয়েছেন প্রায় 90 হাজার কর্মী ৷’’ আর এই ঘোষণার পরই ছাঁটাই হওয়ার আশঙ্কায় ভুগছেন নোকিয়ার কর্মীরা ৷
আরও পড়ুন :বিশ্বের বৃহৎ বৈদ্যুতিন স্কুটারের কারখানা বেঙ্গালুরুতে
গত বছরের অক্টোবর মাসে তাদের নতুন অপারেটিং মডেল ঘোষণা করেন নোকিয়া ৷ যার মাধ্যমে গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব বলে দাবি কর্তৃপক্ষের ৷ সংস্থার সভাপতি এবং সিইও পেক্কা লুন্ডমার্ক এই প্রসঙ্গে বলেন, ‘‘এই মুহূর্তে নোকিয়ার উপর চারটি ব্য়বসায়ী গোষ্ঠীর পূর্ণ দায়ভার রয়েছে ৷ প্রত্য়েকটিরই টিকে থাকার ও লাভজনক হিসাবে বেড়ে ওঠার নির্দিষ্ট রূপরেখা রয়েছে ৷ ভবিষ্যতে বিনিয়োগের জন্য এরা প্রত্য়েকেই নিজেদের ন্য়ূনতম খরচের সংস্কার করছে ৷ প্রত্যেকটি গোষ্ঠীরই লক্ষ্য হল প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব আদায় করা ৷ বিশেষত, সেই সব পরিসরে যেখানে আমরা লড়াই করে জিততে পারব ৷ তাই আমরা আমাদের পণ্য়ের মান আরও ভালো করেছি ৷ প্রতিযোগিতামূলক বাজারের কথা মাথায় রেখেই তার মূল্য নির্ধারণ করেছি ৷ একইসঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও আমরা দক্ষতাকে গুরুত্ব দিচ্ছি ৷’’